ভাপা সন্দেশ (bhapa sandesh recipe in Bengali)

কথিকা বসু
কথিকা বসু @cook_17067290
কলকাতা

#প্রিয়জন স্পেশাল রেসিপি

ভাপা সন্দেশ (bhapa sandesh recipe in Bengali)

#প্রিয়জন স্পেশাল রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৪ জনের জন্য
  1. ১ লিটার দুধ
  2. ১ টা গোটা পাতিলেবু
  3. ৪ চা চামচ চিনি
  4. ১ চা চামচ এলাচ গুঁড়ো
  5. ১/২ কাপ গুঁড়ো দুধ
  6. ১ চা চামচ গোলাপ জল
  7. ২ চা চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    দুধ ফুটিয়ে ওর মধ্যে লেবুর রস দিয়ে ছানা করে নিতে হবে।

  2. 2

    এরপর ঐ ছানা থেকে ঝরিয়ে নিতে হবে।

  3. 3

    এরপর মিক্সিতে ছানা, চিনি, গোলাপ জল, এলাচ গুঁড়ো ও গুঁড়ো দুধ মিশিয়ে মিহি করে পিষে নিতে হবে।

  4. 4

    এরপর একটা কৌটোয় ঘি মাখিয়ে ওর মধ্যে মিশ্রণটি দিয়ে ঢাকনা বন্ধ করে কৌটিটিকে ভাপে বসাতে হবে ১০ মিনিটের জন্য।

  5. 5

    ১০ মিনিট পর কৌটো ভাপ থেকে সরিয়ে ঠান্ডা করে নিতে হবে এবং তারপর প্লেটে সাজিয়ে ইচ্ছেমতো আকারে কেটে পরিবেশন করতে হবে ভাপা সন্দেশ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
কথিকা বসু
কলকাতা
আমি আমার মতো
আরও পড়ুন

Similar Recipes