ভাপা সন্দেশ (bhapa Sondesh recipe in Bengali)

Rina Das
Rina Das @cook_17348736

#ডিলাইটফুল ডেজার্ট

ভাপা সন্দেশ (bhapa Sondesh recipe in Bengali)

#ডিলাইটফুল ডেজার্ট

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট।
6-7 জনের জন্য।
  1. 500দুধ
  2. 1টা লেবুর রস
  3. 2 টেবিল চামচ চিনি
  4. 2-3 টেবিল চামচ দুধ
  5. 10-12টা কেশরের সুতো
  6. প্রয়োজন অনুযায়ী ঘি

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট।
  1. 1

    প্রথমে দুধটা ছানা কাটিয়ে নিয়ে ছানা টা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেবো।

  2. 2

    জল ঝরেও গেলে ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নিয়ে তাতে চিনি এবং প্রয়োজন মতো লিকুইড দুধ দিয়ে আবারও স্মুথ পেস্ট বানিয়ে নিলাম।

  3. 3

    এবারে একটা বাটিতে / মোল্ডে ঘি মাখিয়ে ব্যাটারটা ঢেলে দিলাম আর উপর থেকে কেশরে সুতো ছড়িয়ে দিলাম

  4. 4

    এবার একটা পাত্রে জল আর লেবুর খোসা দিয়ে গরম করতে দিলাম (টিপ্ লেবুর খোসা দিলে পাত্রে কোনরকম জল ফোটানোর কালো দাগ হবে না) জল গরম হলে বাটিটা বসিয়ে দিলাম আর ঢাকনাতে কিচেন টাওয়াল জরিয়ে দিলাম যাতে ঘামের জলটা না পড়ে।

  5. 5

    20-25 মিনিট পর একটা কাঠি দিয়ে দেখে নিলাম কোন রকম কাচা আছে কি না, এবার নরমাল ভাবে ঠান্ডা করে 1 ঘন্টা ফ্রিজে রেখে দিলাম।

  6. 6

    একঘন্টা পর ফ্রিজ থেকে বার করে পিস পিস করে কেটে পরিবেশ করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rina Das
Rina Das @cook_17348736

মন্তব্যগুলি (17)

Similar Recipes