মাছের মাথা দিয়ে পুঁইশাক ছ্যাঁচড়া (macher matha diye puisak chachra recipe in Bengali)

Rubi Paul
Rubi Paul @cook_21130802

#ক্যুইক ফিক্স ডিনার

মাছের মাথা দিয়ে পুঁইশাক ছ্যাঁচড়া (macher matha diye puisak chachra recipe in Bengali)

#ক্যুইক ফিক্স ডিনার

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
ফ্যামিলি সার্ভি
  1. 700 গ্রামপুঁইশাক
  2. প্রয়োজন অনুযায়ীসবজি (আলু, পটল, বিনস, কুমড়ো, বেগুন, মুলো, পেঁপে, ঝিঙে)
  3. 1টা কাতলা মাছের মাথা
  4. 1 চা চামচপাঁচফোড়ন
  5. 2টো শুকনো লংকা
  6. 1টি তেজপাতা
  7. 2টেবিল চামচ আদা কাঁচা লঙ্কা একসাথে বাটা
  8. 1 চা চামচহলুদ গুঁড়া
  9. 1 চা চামচধনে গুঁড়ো
  10. স্বাদ অনুযায়ীনুন
  11. স্বাদ অনুযায়ীচিনি
  12. প্রয়োজন অনুযায়ীসরষের তেল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    পুঁইশাক ও সবজি গুলো কেটে ধুয়ে রাখতে হবে

  2. 2

    মাছের মাথাটা ভেজে নিতে হবে, তারপর ভাজা মাথা গুলো ভেঙে নিতে হবে..

  3. 3

    এবার কড়াইয়ে সরষের তেল (তেল টা বেশি লাগবে) গরম হলে তাতে পাঁচফোড়ন,শুকনো লংকা, তেজপাতা ফোরন দিয়ে আদাবাটা, কাঁচালঙ্কা বাটা দিয়ে নাড়িয়ে জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে কষাতে হবে, তারপর তাতে কেটে রাখার সবজি গুলো সব ছেড়ে দিতে হবে

  4. 4

    সবজি গুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে তাতে কেটে রাখা পুঁইশাক গুলো দিয়ে দিতে হবে, কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে, পুঁইশাক থেকে একটা জল বেরোয় তাতেই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে, এরপর ভেজে রাখা মাছের মাথা দিয়ে নুন মিষ্টি দিয়ে আবার নাড়াচাড়া করে মশলা ধোয়া জল টা দিয়ে দিতে হবে

  5. 5

    সব সবজি সেদ্ধ হয়ে গা মাখা হয়ে এলে নামিয়ে নিয়ে ভাতের সাথে পরিবেশন করতে হবে 🥗

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rubi Paul
Rubi Paul @cook_21130802

Similar Recipes