ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক (ilish macher matha diye pui saag recipe in Bengali)

Ranjini Nayak
Ranjini Nayak @cook_37575530

#DR

ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক (ilish macher matha diye pui saag recipe in Bengali)

#DR

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
২ জন
  1. ৫০০ গ্রাম পুঁইশাক
  2. ১টি ইলিশ মাছের মাথা
  3. ২ চা চামচ পাঁচফোড়ন
  4. ১ টেবিল চামচহলুদ গুঁড়ো
  5. স্বাদ মত নুন
  6. ৩ টেবিল চামচ সর্ষের তেল
  7. ১/২ কাপ কুমড়ো ছোট করে কাটা
  8. ২ টি আলু ছোট করে কাটা
  9. ১.২ কাপ বেগুন ছোট করে কুচিয়ে নেওয়া

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    পুইশাক ভালো করে বেঁছে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে।

  2. 2

    এরপর জলে ভিজিয়ে রাখতে হবে দশ মিনিট।

  3. 3

    ১০ মিনিট পর এই জল থেকে তুলে আরেকবার পরিষ্কার জলে ভিজিয়ে রাখতে হবে

  4. 4

    এরপর আলু কুমড়ো বেগুন সবজিগুলি ডুমা ডুমো করে কেটে নিতে হবে।

  5. 5

    এরপর ইলিশ মাছের মাথা নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখতে হবে।

  6. 6

    এরপর কড়াইতে পাঁচফোড়ন দিয়ে কেটে রাখা সবজিগুলি দিয়ে দিতে হবে।

  7. 7

    এরপর এতে শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে।

  8. 8

    এরপর নুন হলুদ দিয়ে সবজি গুলি হালকা ভেজে নিতে হবে।

  9. 9

    এরপরেতে কেটে রাখা পুঁইশাক দিতে হবে।

  10. 10

    এরপর ভাল করে নেড়ে স্বাদমতো নুন দিতে হবে।

  11. 11

    এরপর ভেজে রাখা ইলিশ মাছের মাথা দিয়ে দিতে হবে।

  12. 12

    এরপর গ্যাসের আচ মাঝারি রেখে রান্না করতে হবে।

  13. 13

    এরপর পুঁইশাক, ডাটা,ইলিশ মাছের মাথার সেদ্ধ হয়ে নরম হয়ে গেলে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ranjini Nayak
Ranjini Nayak @cook_37575530

মন্তব্যগুলি

Similar Recipes