চটপটা ইডলি চাট (chatpata idli chaat recipe in Bengali)

Sampa Nath
Sampa Nath @SR93

#স্ন্যাক্স রেসিপি

চটপটা ইডলি চাট (chatpata idli chaat recipe in Bengali)

#স্ন্যাক্স রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ইডলি বানাবার জন্য-
  2. ২কাপ চাল (আতপ চাল)
  3. ১কাপ বিউলির ডাল
  4. প্রয়োজন অনুযায়ী মেথি
  5. চাটের জন্য-
  6. ১বাটি ঘুগনি
  7. ২টো পেঁয়াজ
  8. ৪টেবিল চামচ টকদই
  9. ২টেবিল চামচ তেঁতুলের মিষ্টি চাটনি
  10. ৪টে কাঁচা লঙ্কা
  11. ১চা চামচ চিনি
  12. স্বাদ মতন বিটলবন
  13. ৪টেবিল চামচ টকমিষ্টি চানাচুর
  14. ১চা চামচ চাট মশলা
  15. পরিমানমতো ধনেপাতা কুচি
  16. ২চা চামচ সাদা তেল
  17. ৭-৮টা কারিপাতা
  18. ১ চা চামচসর্ষে

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    চাল ও ডাল আলাদা ভাবে ৮ঘন্টা ভিজিয়ে রাখুন। ভেজানোর সময় চালের মধ্যে মেথি ও দিয়ে দিন। ভেজানো চাল ডাল মিহি করে বেটে নিন। দুটো একসাথে মিশিয়ে ৮ঘন্টা ঢেকে রাখুন। এবার ইডলি স্ট্যান্ডে তেল মাখিয়ে মাখা মিশ্রন থেকে কিছুটা করে নিয়ে ৬মিনিট স্টিম করে ইডলি তৈরি করে নিন।

  2. 2

    পেঁয়াজ কুচি করে কেটে নিন। কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিন। টকদইয়ের মধ্যে চিনি ও বীটলবন দিয়ে ফেটিয়ে নিন।

  3. 3

    তেল গরম করে তাতে সরষে ও কারিপাতা ফোড়ন দিন। ইডলি টুকরো করে কেটে একটা প্লেটে রাখুন।ওর উপরে অল্প করে ফোড়ন দেওয়া কারিপাতা ও তেল দিন। এবার ঘুগনি দিন। তার উপরে টকদই দিন।

  4. 4

    এইভাবে পর পর চানাচুর, তেঁতুলের চাটনি, কাঁচা পেঁয়াজ, লঙ্কা কুচি, ধনেপাতা ও চাট মশলা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sampa Nath

Similar Recipes