ব্রেড পিনহুইল সমোসা(Bread pinwheel samosa in Bengali)

Annie Sircar
Annie Sircar @cook_20784348

#স্ন্যাক্স
বাঙালীদের বিশেষতঃ যেমন তাদের জ্ঞানে তেমন তাদের খাদ্যাভাসে। আর সেই তালিকায় বেশ অনেকটা জুড়ে আছে মিষ্টির দোকান। মিষ্টির দোকান বললেই মনে পড়ে বিশাল কড়াইতে ভাজা হচ্ছে গরম সিঙারা, জিলিপি নিমকি।তার এক অনবদ্য স্বাদ। কিন্তু আজকাল অনেকেই বদহজমের কারণে একটু সামলিয়েই খান। কিন্তু আজ আমি নিয়ে এসেছি ভিন্ন আকারের ভিন্ন পরিচিতির বিশেষ সিঙারা। হ্যাঁ, সিঙারাকে হিন্দীভাষী রা বলে সমোসা। কিন্তু এ সেই ডালডাতে ভাজা সমোসা নয় যে আপনাকে সমস্যা দেবে। একদম নয়। খুব হাল্কা একটি খাবার, যা আপনার প্রতিটা কামড়ে আপনাকে দেবে নোনতা ঝাল টক স্বাদ।অথচ তেলবিহীন বলা চলে। তাই এই সমোসা সমস্যা হীন। 😊উপভোগ করুন।

ব্রেড পিনহুইল সমোসা(Bread pinwheel samosa in Bengali)

#স্ন্যাক্স
বাঙালীদের বিশেষতঃ যেমন তাদের জ্ঞানে তেমন তাদের খাদ্যাভাসে। আর সেই তালিকায় বেশ অনেকটা জুড়ে আছে মিষ্টির দোকান। মিষ্টির দোকান বললেই মনে পড়ে বিশাল কড়াইতে ভাজা হচ্ছে গরম সিঙারা, জিলিপি নিমকি।তার এক অনবদ্য স্বাদ। কিন্তু আজকাল অনেকেই বদহজমের কারণে একটু সামলিয়েই খান। কিন্তু আজ আমি নিয়ে এসেছি ভিন্ন আকারের ভিন্ন পরিচিতির বিশেষ সিঙারা। হ্যাঁ, সিঙারাকে হিন্দীভাষী রা বলে সমোসা। কিন্তু এ সেই ডালডাতে ভাজা সমোসা নয় যে আপনাকে সমস্যা দেবে। একদম নয়। খুব হাল্কা একটি খাবার, যা আপনার প্রতিটা কামড়ে আপনাকে দেবে নোনতা ঝাল টক স্বাদ।অথচ তেলবিহীন বলা চলে। তাই এই সমোসা সমস্যা হীন। 😊উপভোগ করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
  1. ৯ টা পাউরুটির পিস
  2. ১টাবড় আলু সেদ্ধ
  3. ৪ চা চামচ মটর থেঁতো করা
  4. ৪ চা চামচ নারকেল কোড়ানো
  5. ১/২ চা চামচ হিং
  6. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  7. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  8. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  9. ১/২ চা চামচ আমচুর পাউডার (লেবুর রস দিতে পারেন)
  10. ২ চা চামচ রিফাইন্ড তেল
  11. স্বাদ অনুযায়ী লবণ
  12. ৬ চা চামচ ধনেপাতার চাটনি
  13. ৬ চা চামচ চিলি সস

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    প্রথমেই পুর টা বানিয়ে নেবেন।কড়াইতে তেল গরম করে হিং ফোড়ন দিয়ে কুচানো পেঁয়াজ ভেজে নিন। এরপর মিক্সি তে থেঁতো করা মটর দিন। ভাজুন। লবণ দিন। এবার এতে হলুদ লঙ্কা ধনে গুঁড়ো দিন। খুব ভাল করে মিশিয়ে নারকেল কুড়ানো দিয়ে দিন। এক মিনিট ভেজে সেদ্ধ আলু দিয়ে দিন। ভাল করে সব মশলা আলুর সাথে মিশিয়ে আমচুর পাউডার মিশিয়ে আঁচ বন্ধ করে দিন।

  2. 2

    পাউরুটির স্লাইসকে গুলো রুটি বেলার মতো চেপে চেপে বেলে পাতলা করে নিন।

  3. 3

    প্রথম পাউরুটির স্লাইসে চিলি সস লাগান। তার উপর আরেক পীস পাউরুটি রাখুন। আলু মটরের পুর সমান ভাবে পাতলা করে লাগান। তার উপর আরেক স্লাইস পাউরুটি রেখে ওতে ধনেপাতার চাটনী লাগান। দেখবেন চাটনী টা যেন জোলো না হয়।

  4. 4

    পাউরুটির নীচে একটা ফয়েল বিছিয়ে নিন। ফয়েল সহিত তিনটে স্লাইস প্রথম ধাপে রোল করুন। ফয়েল টা ছাড়িয়ে নিন। পাউরুটি টা শক্ত করে রোল করে রাখুন। আবার ফয়েল দিয়ে ঢেকে দ্বিতীয় বার রোল করুন। আবার ফয়েল টা ছাড়িয়ে রোল টা সুন্দর করে গড়ে নিন। পুনরায় এরকম করুন। দেখুন রোল কমপ্লীট। এবার ফয়েল দিয়ে পুরোটা রোল করে নিন। এইভাবে সব কটা করে ফ্রীজে রাখুন ১৫ মিনিট।

  5. 5

    ফ্রীজ থেকে বের করে ফয়েল খুলে এক ইঞ্চি দূরত্বে গোল গোল কেটে ওপরে মাখন/রিফাইন্ড তেল ব্রাশ করে বেকিং ট্রে তে রাখুন। ওভেনে ১৯০ ডিগ্রী তে ১৫মিনিট হতে দিন। প্রতিটা পীস কুড়কুড়ে খাস্তা হয়ে যাবে।

  6. 6

    যদি ওভেনে না করতে চান তাহলে ননস্টিক প্যানে নাম মাত্র তেল দিয়ে কম আঁচে দুই তিন মিনিট উল্টে পাল্টে নিলেও হবে। চা কফির সাথে চেখে দেখুন ঝাল ঝালপীন হুইল সমোসা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Annie Sircar
Annie Sircar @cook_20784348

Similar Recipes