ম্যাঙ্গো ব্রেড (Mango Bread recipe in Bengali)

Luna Bose
Luna Bose @khanawithluna

#ম্যাঙ্গোম্যানিয়া

আমের মরশুমে সুস্বাদু ও স্বাস্থ্যকর ম্যাঙ্গো ব্রেড চা বা কফির সাথে বা স্নাক্স হিসেবে এনজয় করুন।

ম্যাঙ্গো ব্রেড (Mango Bread recipe in Bengali)

#ম্যাঙ্গোম্যানিয়া

আমের মরশুমে সুস্বাদু ও স্বাস্থ্যকর ম্যাঙ্গো ব্রেড চা বা কফির সাথে বা স্নাক্স হিসেবে এনজয় করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
5 জন
  1. 1 টিবড়ো পাকা আম ছোট টুকরো করে কাটা
  2. 2 কাপময়দা
  3. 1/2 চা চামচনুন
  4. 1 চা চামচবেকিং পাউডার
  5. 1 চা চামচবেকিং সোডা
  6. 6টেবিল চামচ মাখন
  7. 8টেবিল চামচ রিফাইন্ড তেল
  8. 1/2 কাপচিনি
  9. 3 টিডিম
  10. 1 চা চামচভ্যানিলা এক্সট্র্যাক্ট
  11. 1টেবিল চামচ লেবুর রস
  12. 1 চা চামচদারচিনি গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    একটু মিক্সিং বোলে ময়দা, নুন, বেকিং পাউডার ও বেকিং সোডা মিশিয়ে সরিয়ে রাখুন। অন্য একটি মিক্সিং বোলে মাখন, তেল, চিনি ও ডিম ভালো করে মিশিয়ে নিন। এবার দারচিনি গুঁড়ো, ভ্যানিলা এক্সট্র্যাক্ট ও লেবুর রস মিশিয়ে দিন।

  2. 2

    ডিম ও মাখনের মিশ্রণে ময়দা ফোল্ড করুন। অল্প একটু সরিয়ে রেখে বাকি আমের টুকরো মিশিয়ে দিন। বাটার পেপার দিয়ে লাইন করা ব্রেড টিন/মোল্ডে এ ব্যাটার ঢেলে দিন।

  3. 3

    এবার সরিয়ে রাখা আমের টুকরো গুলি ব্যাটারের উপর দিয়ে দিন। 180° সেন্টিগ্রেডে প্রিহিট করা ওভেনে বেক করুন 30 মিনিট। একটি টুথপিক ব্রেড এর মাঝখানে ঢুকিয়ে দিয়ে পরীক্ষা করুন। টুথপিক ভেতর থেকে পরিষ্কার হয়ে বেরিয়ে আসবে।

  4. 4

    কেক ঠাণ্ডা হলে স্লাইস করে কাটুন। চা, কফির সাথে পরিবেশন করুন। বা স্ন্যাক্স হিসেবে এনজয় করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Luna Bose
Luna Bose @khanawithluna

Similar Recipes