কোলকাতা স্টাইল মিক্সড চাউমিন (kolkata Style Mixed Chow Mein Recipe In Bengali)

Suparna Sengupta
Suparna Sengupta @sups_cookbook
India

#ক্যুইক ফিক্স ডিনার

চট জলদি ডিনার এর জন্য চাউমিন একটা পারফেক্ট রেসিপি।খুব সহজেই অল্প সময়ে তৈরি করা যায় এই চাউমিন। কোলকাতার বিখ্যাত স্ট্রীট ফুড গুলোর মধ্যে এই চাউমিন টি হলো একটি অন্যতম বিখ্যাত স্ট্রীট ফুড।
চাউমিন আসলে একটি ইন্দো-চাইনিজ রেসিপি হলেও ইন্ডিয়ানরা এই রেসিপি টিকে নিজের মনের মত করে সস ,ভেজিটেবল/মিট/সিফুড /ডিম দিয়ে ভিন্ন ভাবে ভিন্ন স্বাদের বানিয়ে নিয়েছে যা স্বাদে চাইনিজ চিরাচরিত রেসিপি কে হার মানায়।
এই কোলকাতা স্টাইল মিক্সড চাউমিন বানানোর জন্য আমি গাজর, বিন্স, বাঁধাকপি, ক্যাপ্সিকাম, পিয়াঁজ পাতা এই ভেজিটেবল গুলোর সঙ্গে কিছু সস, ডিম আর ফ্রাইড চিকেন ব্যাবহার করেছি।

কোলকাতা স্টাইল মিক্সড চাউমিন (kolkata Style Mixed Chow Mein Recipe In Bengali)

#ক্যুইক ফিক্স ডিনার

চট জলদি ডিনার এর জন্য চাউমিন একটা পারফেক্ট রেসিপি।খুব সহজেই অল্প সময়ে তৈরি করা যায় এই চাউমিন। কোলকাতার বিখ্যাত স্ট্রীট ফুড গুলোর মধ্যে এই চাউমিন টি হলো একটি অন্যতম বিখ্যাত স্ট্রীট ফুড।
চাউমিন আসলে একটি ইন্দো-চাইনিজ রেসিপি হলেও ইন্ডিয়ানরা এই রেসিপি টিকে নিজের মনের মত করে সস ,ভেজিটেবল/মিট/সিফুড /ডিম দিয়ে ভিন্ন ভাবে ভিন্ন স্বাদের বানিয়ে নিয়েছে যা স্বাদে চাইনিজ চিরাচরিত রেসিপি কে হার মানায়।
এই কোলকাতা স্টাইল মিক্সড চাউমিন বানানোর জন্য আমি গাজর, বিন্স, বাঁধাকপি, ক্যাপ্সিকাম, পিয়াঁজ পাতা এই ভেজিটেবল গুলোর সঙ্গে কিছু সস, ডিম আর ফ্রাইড চিকেন ব্যাবহার করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩৫মিনিট
৪ জন
  1. ৬ প্যাকেটচাউমিন
  2. ১ কাপবোনলেস চিকেন পিস করে কাটা
  3. ২ টিডিম
  4. ১ চা চামচরসুন কুচি
  5. ১ টি মাঝারি পিয়াঁজ লম্বা করে স্লাইস করা
  6. ১ কাপ - ক্যাপ্সিকাম স্লাইস
  7. ১.৫ কাপ - গাজর স্লাইস
  8. ১ কাপ - বিন্সকুচি
  9. ১/২ কাপ বাঁধাকপি স্লাইস করা
  10. ১/২ কাপ পিয়াঁজ পাতা কুচি
  11. ২ টিলঙ্কা কুচি
  12. ২ টেবিল চামচসোয়া সস
  13. ১ টেবিল চামচ রেড চিলি সস
  14. ১ টেবিল চামচ গ্রীন চিলি সস
  15. ১ টেবিল চামচ টমেটো সস
  16. ১ টেবিল চামচ ভিনিগার
  17. ১/২ চা চাম গোলমরিচ গুঁড়ো
  18. ১/২ চা চামচ আজিনামোট (অপশনাল)
  19. ২ টেবিল চামচ - ভেজিটেবল অয়েল
  20. চিকেন ফ্রাই করার জন্য
  21. ১ টেবিল চামচকর্নফ্লায়ার
  22. ১/২ চা চামচআদা রসুন বাটা
  23. ১ চিমটিগোলমরিচ গুঁড়ো
  24. ১/২ চা চামচসোয়া সস
  25. স্বাদ অনুযায়ী নুন
  26. ১/২ চা চামচচিলি ফ্লেক্স
  27. ২ টেবিল চামচ তেল চিকেন ভাজার জন্য

রান্নার নির্দেশ সমূহ

৩৫মিনিট
  1. 1

    প্রথমে গ্যাস অন করে,একটি পাত্রে জলের মধ্যে নুন,তেল অ্যাড করে চাউমিন সিদ্ধ করে নিন। সিদ্ধ করা চাউমিন কে এবার একটি ছাকনির সাহায্যে ছেকে তার উপর কিছু টা ঠান্ডা জল ঢেলে ধুয়ে,জল ঝরিয়ে রাখুন।

  2. 2

    এবার একটি ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে তাতে নুন,গোলমরিচ গুঁড়ো দিয়ে ফেটিয়ে রাখা ডিম দিয়ে ভেজে এগ ভূর্জি বানিয়ে রেখে দিন।

  3. 3

    এবার চিকেনের টুকরো গুলো কে সোয়া সস,নুন, কর্নফ্লায়ার, আদা রসুন বাটা, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে ১০ মিনিট রেখে দিন। তারপর ফ্রাই প্যানে তেল দিয়ে তাতে ম্যারিনেট করা চিকেন গুলো দিয়ে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে রেখে দিন।

  4. 4

    এবার একটা বড়ো ফ্রাই প্যানে তেল গরম করতে দিন। তেল গরম হলে তাতে আদা রসুন কুচি দিয়ে কয়েক সেকেন্ড ভেজে তার মধ্য পিয়াঁজ কুচি অ্যাড করুন। ২ -৩ মিনিট পিয়াঁজ ভেজে তাতে সব ভেজিটেবল গুলো এক এক করে দিয়ে ভাজতে থাকুন। যতক্ষণ না পর্যন্ত সব সবজি গুলো নরম হয়ে আসে।

  5. 5

    সবজি গুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে সিদ্ধ করে রাখা চাউমিন, গোলমরিচ গুঁড়ো, রেড ও গ্রীন চিলি সস,সোয়া সস, ভিনিগার, টমেটো সস, লঙ্কা কুচি, আজিনামোট সব দিয়ে ভালো করে মিশিয়ে ফ্রাই করুন ৩-৪ মিনিট।

  6. 6

    এবার ভাজা চিকেন আর ডিম ভূর্জি গুলো আর পিয়াঁজ পাতা দিয়ে দিন ফ্রাই প্যানে। আর ভালো করে মিশিয়ে নিন। প্রয়োজনে নুন আর গোলমরিচ গুঁড়ো অ্যাড করে নিন। আর বেশি আচে ২-৩ মিনিট ফ্রাই করে নামিয়ে নিন মিক্সড চাউমিন।

  7. 7

    এবার উপর থেকে পিয়াঁজ পাতা কুচি,লঙ্কা কুচি আর শসা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন কোলকাতা স্টাইল মিক্সড চাউমিন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Suparna Sengupta
Suparna Sengupta @sups_cookbook
India
Follow me on Instagram @sups05FoodieCookaholicFood photography ManiacFood Blogger
আরও পড়ুন

Similar Recipes