রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫-৩০
৪ জন
  1. ১ টা ফুলকপি
  2. ৩ টেবিল চামচকাজু মগজ দানা বাটা
  3. ১/২ কাপফ্রেশ ক্রিম
  4. ১ চা চামচআদা বাটা
  5. ১ চা চামচজিরা বাটা
  6. ১ চা চামচধনে গুঁড়ো
  7. ১ চা চামচকাঁচা লঙ্কা বাটা
  8. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  9. ১ চা চামচগরম মশলা গুঁড়ো
  10. ৩ টেবিল চামচসর্ষের তেল
  11. ২ টেবিল চামচ মাখন
  12. ১ টিতেজপাতা
  13. ১টিশুকনা লঙ্কা
  14. ২ চা চামচচিনি
  15. স্বাদ অনুযায়ীনুন
  16. ১/২ কাপফুল ক্রিম দুধ

রান্নার নির্দেশ সমূহ

২৫-৩০
  1. 1

    ফুলকপি ডুমো করে কেটে ভালো করে ধুয়ে নিতে হবে. আদা, জিরা, লঙ্কা বেটে নিতে হবে. কাজু ও মগজ দানা ভিজিয়ে রেখে পেস্ট করে নিতে হবে. ফ্রেশ ক্রিম ফেটিয়ে নিতে হবে. মাইক্রোওয়েভ এ ১০০%টেম্পারেচার এ একটা মাইক্রো ওয়েভ সেফ পাত্রে সর্ষের তেল দিয়ে এতে তেজপাতা ও শুকনা লঙ্কা দিয়ে এক মিনিট চালিয়ে নিয়ে এতে আদা বাটা, জিরা বাটা, লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাজু -মগজ পেস্ট দিয়ে চিনি মিশিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে আবার ২ মিনিট চালিয়ে নিতে হবে. এক মিনিট পর একবার নাড়িয়ে নিতে হবে.

  2. 2

    এবার এতে ফুলকপি ভালো করে মিশিয়ে আন্দাজমত নুন দিয়ে নাড়িয়ে আবার ৩ মিনিট ১০০% টেম্পারেচার এ চালিয়ে নিতে হবে. এবার এতে দুধ দিয়ে আরো ৫ মিনিট ১০০% টেম্পারেচার এ চালাতে হবে. দুধ টেনে না এলে আরো ২ মিনিট মাইক্রোওয়েভ চালিয়ে নিয়ে এবার এতে গরম মসলা গুঁড়ো ও মাখন মিশিয়ে ১ মিনিট চালিয়ে ফ্রেশ ক্রিম দিয়ে ৩ মিনিট চালিয়ে ৫ মিনিট স্ট্যান্ড বাই রাখলেই তৈরী মালাই কপি. এটি ফ্রাইড রাইস বা নান এর সাথে বেশী ভালো লাগে.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Reshmi Deb
Reshmi Deb @cook_17255099
শিলিগুড়ি
টিচার, রান্না আমার passion
আরও পড়ুন

Similar Recipes