ক্যারট-ওট-চকো চিপ্স কাঁলাকাদ (carrot oats choco chips kalakand recipe in Bengali)

SWATI MUKHERJEE
SWATI MUKHERJEE @Swati_1234
Kolkata

#ডিলাইটফুল ডেজার্ট রেসিপি

ক্যারট-ওট-চকো চিপ্স কাঁলাকাদ (carrot oats choco chips kalakand recipe in Bengali)

#ডিলাইটফুল ডেজার্ট রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০
  1. ১টা মাঝারি গাজর কুরানো
  2. ১কাপ দুধ
  3. ১কাপ ছানা
  4. ২ টেবিল চামচ চিনি
  5. ২ টেবিল চামচ গুড় পাউডার (না দিতে চাইলে সম পরিমাণ চিনি)
  6. ১টেবিল চামচ কন্ডেন্সমিল্ক
  7. প্রয়োজন অনুযায়ী(পুরোটা কন্ডেন্সমিল্ক এ করতে চাইলে ১/২ কাপ মত দিতে হবে)
  8. প্রয়োজন অনুযায়ীপুরোটা কন্ডেন্সমিল্ক এ করলে চিনি,খোয়া,গুড় কিছুই দিতে লাগবে না।
  9. ১/২ কাপ খোয়া
  10. প্রয়োজন অনুযায়ীচকোচিপ্স
  11. ২ টেবিল চামচ ওটস

রান্নার নির্দেশ সমূহ

৩০
  1. 1

    প্রথমে ১ কাপ দুধে গাজর টা সেদ্ধ করে নিতে হবে।

  2. 2

    ওট টা একটু রোস্ট করে পাউডার বানিয়ে রাখতে হবে।

  3. 3

    সমস্ত উপকরণ হাতের কাছে গুছিয়ে নিয়ে,প্যানে প্রথমে দেশি ঘি দিতে হবে,গলে গেলে সেদ্ধ গাজর ও ওটস ফ্লাওয়ার দিয়ে ভাজতে হবে খানিকক্ষণ।

  4. 4

    ৫ মিনিট ভাজার পর ওতে খোয়া,কনডেন্স মিল্ক,চিনি ও গুড় দিতে হবে।নাড়িয়ে চাড়িয়ে ভাজতে থাকতে হবে।

  5. 5

    সবকিছু একসাথে মিশে গেলে এবার ছানা টা দিন।ভালো করে মেশাতে হবে,এই সময় আরেকটু ঘি দিলে ভালো হয়।যখন মিশ্রণ টা তলা ছাড়তে শুরু করে দেবে,গ্যাস বন্ধ করে দিতে হবে।

  6. 6

    একটা পাত্রে তেল ব্রাশ করে মিশ্রণ টা ঢেলে সুন্দর শেপে নিতে এসে ওপরে চকো চিপ্স ছড়িয়ে ফ্রিজে রেখে শক্ত করে নিতে হবে

  7. 7

    চকো চিপ্স গুলো মিশ্রণ টা ঠান্ডা হলেই দেবেন,নয়তো গলে যাবে।তারপর ফ্রিজে রাখুন।

  8. 8

    ১ ঘন্টা পর বের করে ছুরি দিয়ে কেটে কেটে কাঁলাকাদের শেপ দিন।সুন্দর সুন্দর পেপারের মধ্যে ভরে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
SWATI MUKHERJEE
SWATI MUKHERJEE @Swati_1234
Kolkata
I am damn passionate about cooking, also love to try various cuisine & let them try to cook at home...
আরও পড়ুন

Similar Recipes