তেল পটল (tel patol recipe in Bengali)

Trisha Majumder Ganguly
Trisha Majumder Ganguly @Trisha_1503
পাটনা

#স্পাইসি
মায়ের হাতের আমার সব থেকে প্রিয় একটা রান্না। মায়ের থেকে শেখা রান্নাগুলির মধ্যে এটা একটু বেশি স্পেশাল।।

তেল পটল (tel patol recipe in Bengali)

#স্পাইসি
মায়ের হাতের আমার সব থেকে প্রিয় একটা রান্না। মায়ের থেকে শেখা রান্নাগুলির মধ্যে এটা একটু বেশি স্পেশাল।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০-৩৫ মিনিট
৩-৪ জনের জন্য
  1. ৩০০ গ্রাম পটল
  2. ২ টেবিল চামচ সর্ষে বাটা
  3. ২ টেবিল চামচ পোস্ত বাটা
  4. ২ টেবিল চামচ কাঁচালঙ্কা বাটা
  5. ২ টি গোটা কাঁচালঙ্কা
  6. ১/২ চা চামচ কালোজিরে
  7. ৮ টেবিল চামচ সর্ষের তেল
  8. ১ চা চামচ হলুদের গুঁড়ো
  9. স্বাদমতোনুন
  10. পরিমাণমতো জল

রান্নার নির্দেশ সমূহ

৩০-৩৫ মিনিট
  1. 1

    খোসা সমেত পটল লম্বা করে মাঝখানে চিরে ভালো করে ধুয়ে নুন ও হলুদের গুড়ো মাখিয়ে রেখে দিতে হবে,

  2. 2

    দশমিনিট পরে কড়াইয়ে ৬ টেবিল চামচ সরষের তেল গরম করে তাতে পটল গুলো মাঝারি করে ভেজে তুলে নিতে হবে,

  3. 3

    তারপর তাতে গোটা কাঁচালঙ্কা ভেজে তুলে রাখতে হবে,

  4. 4

    তারপর সেই তেলে কালোজিরে ও কাঁচালঙ্কা বাটা দিয়ে নেড়ে তাতে সরষে বাটা দিয়ে নেড়ে নিতে হবে,

  5. 5

    তারপর তাতে পোস্ত বাটা দিয়ে নেড়ে পরিমাণ মতো জল দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে,

  6. 6

    ৫ মিনিট পরে ঢাকা খুলে তাতে পটল গুলো দিয়ে সামান্য নেড়ে গোটা কাঁচালঙ্কা দিতে হবে,

  7. 7

    তারপর পছন্দ মতো গ্রেভির ঘনত্ব রেখে ওপর থেকে গোটা কাঁচালঙ্কা ও ২ টেবিল চামচ সরষের তেল ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Trisha Majumder Ganguly
পাটনা
For me cooking is a therapeutic..Where I feel more alive than ever..
আরও পড়ুন

Similar Recipes