এগ পনির মোগলাই (egg paneer mughlai recipe in Bengali)

Puja Adhikary (Mistu)
Puja Adhikary (Mistu) @mistimistu

এগ পনির মোগলাই (egg paneer mughlai recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1:30মিনিট
4জন
  1. 500 গ্রামময়দা
  2. স্বাদ অনুযায়ীনুন আর চিনি
  3. প্রয়োজন মতোসাদা তেল
  4. পুরের জন্য
  5. 1 কাপপনির কোরানো
  6. 1/2 চা চামচজিরা গুড়ো
  7. 1 চা চামচধনে গুড়ো
  8. 1 চা চামচআমচুর পাউডার
  9. 1/2 চা চামচগরম মসলা গুড়ো
  10. 1/2 চা চামচচাটমশলা
  11. 2টিডিম
  12. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  13. স্বাদমতোনুন
  14. 1টাপেয়াঁজ কুচি
  15. 1/2 কাপগাজর কুচি
  16. 1/2 কাপক্যাপ্সিকাম কুচি
  17. 1টেবিল চামচআদা ও রসুন কুচি
  18. স্বাদ অনুযায়ীগোল মরিচ গুড়ো
  19. প্রয়োজন অনুযায়ীকাঁচালঙ্কা কুচি
  20. 1/2 কাপধনেপাতা কুচি
  21. সাজানোর জন্য
  22. 1/2 কাপশসা কুচি
  23. 1/2 কাপপেয়াঁজ কুচি
  24. 1/2 কাপগাজর কুচি
  25. 1 চা চামচটমেটো সস
  26. 1 চা চামচকাসুন্দি সস
  27. প্রয়োজন মতআলু তরকারি

রান্নার নির্দেশ সমূহ

1:30মিনিট
  1. 1

    প্রথমে ময়দা, নুন, চিনি, তেল পরিমাণমতো দিয়ে ভাল করে মেখে নিন। ডো তৈরি করুন।

  2. 2

    এবার কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন। এবার সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। পনির ও ডিম ছাড়া। কষানো হয়ে গেলে পনির কোরানো দিয়ে দিন। ঝরে ঝরে হয়ে গেলে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন।

  3. 3

    এবার পুরের সাথে ডিম টা ফেটিয়ে নিন।

  4. 4

    তারপর ময়দা থেকে লেচি কেটে বেলে নিয়ে। বেলা হয়ে গেলে তাতে পুর ভরে নিন। ও চার পাশ ভাল করে মুড়ে নিন।

  5. 5

    এবার কড়াইয়ে তেল গরম করে নিন। ডুবো তেলে ভেজে নিন। আমি ডিপ ফ্রাই করে নিয়েছে। যারা তেল কম খেতে চান উল্টে পাল্টে ভেজে নিতে পারেন।

  6. 6

    এবার একটি প্লেট সাজিয়ে নিন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Puja Adhikary (Mistu)
আমি রান্না করতে ভালোবাসি। রান্না করে আমি খুব আনন্দ পায় ।
আরও পড়ুন

Similar Recipes