ছানার ডালনা(chanar dalna recipe in Bengali)

Anamika Chakraborty
Anamika Chakraborty @Anamika
আলিপুরদুয়ার

#goldenapron3
একদম নিরামিষ এই পদটি পুজোর দিন বা অন্য কোনো নিরামিষ দিনের জন্য উপযুক্ত ।

ছানার ডালনা(chanar dalna recipe in Bengali)

#goldenapron3
একদম নিরামিষ এই পদটি পুজোর দিন বা অন্য কোনো নিরামিষ দিনের জন্য উপযুক্ত ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
4 জন
  1. কোপ্তার জন্য
  2. 250 গ্রামছানা
  3. 1টি মাঝারি আলু সেদ্ধ
  4. 2টেবিল চামচ বেসন
  5. 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো
  6. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  7. স্বাদমতোনুন
  8. গ্রেভির জন্য
  9. 2টি মাঝারি আলু টুকরো করে কাটা
  10. 34 টি কাঁচা লঙ্কা চেরা
  11. 2 চা চামচজিরা বাটা
  12. 1.5 চা চামচকাঁচা লঙ্কা বাটা
  13. 1 চা চামচধনেগুঁড়ো
  14. 1 চা চামচগরম মশলা বাটা
  15. 2টেবিল চামচ কাজু কিসমিস বাটা
  16. 1টি দারচিনি
  17. 2টি এলাচ
  18. 2টি গোটা শুকনো লঙ্কা
  19. 2টি টমেটো বাটা
  20. 1 চা চামচহলুদ গুঁড়ো
  21. 1.5 চা চামচঘি
  22. 1/2 চা চামচচিনি
  23. স্বাদ অনুযায়ীনুন
  24. পরিমাণমতো সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    প্রথমে একটি থালাতে ছানা ভালো করে মেখে তাতে সেদ্ধ আলু, নুন, হলুদ, লঙ্কাগুঁড়ো ও বেসন দিয়ে ভালো করে মেখে কোপ্তার আকারে গড়ে ভেজে নিতে হবে ।

  2. 2

    এবার কড়াইতে প্রয়োজন মতো তেল দিয়ে তাতে গোটা গরম মশলা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুর টুকরো দিয়ে একটু ভেজে নিতে হবে ।

  3. 3

    আলু ভাজা হলে তাতে নুন, হলুদ,বাটা মশলা ও টমেটো বাটা দিয়ে একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে ।

  4. 4

    কষানো হলে তাতে ধনেগুঁড়ো ও কাজু কিসমিস বাটা ও চিনি দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে পরিমাণমতো জল দিতে হবে ।

  5. 5

    আলু সেদ্ধ হয়ে ঝোল ঘন হলে তাতে ছানার কোপ্তা গুলো দিয়ে ঘি আর গরম মশলা বাটা দিয়ে নেড়ে নামিয়ে নিলেই তৈরি ছানার ডালনা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Anamika Chakraborty
আলিপুরদুয়ার
আমি homemaker আমি রান্না করতে ও নানান রান্নায় নতুনত্ব আনতে ভালোবাসি ।
আরও পড়ুন

Similar Recipes