ছানার ডালনা (Chanar dalna recipe in Bengali)

Lisha Ghosh
Lisha Ghosh @cook_16475292

#ফেব্রুয়ারি৩
ছানার ডালনা বানালাম এমন করে যাতে রুটি ও ভাত দিয়ে ই খাওয়া যায়

ছানার ডালনা (Chanar dalna recipe in Bengali)

#ফেব্রুয়ারি৩
ছানার ডালনা বানালাম এমন করে যাতে রুটি ও ভাত দিয়ে ই খাওয়া যায়

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৪জনের জন্য
  1. ১ কাপ ছানা
  2. ১/২ কাপ বেসন
  3. ১ চা চামচ সাদা তেল
  4. ১ টা টমেটো কুচি
  5. ৩ চা চামচ ধনে,জিরা আদা বাটা
  6. ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
  7. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  8. ১ চা চামচ ১চামচ ঘি
  9. ৫ টেবিল চামচ সাদা তেল
  10. স্বাদ মতলবণ চিনি

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    একটা পাত্রে ছানা,তেল, লবণ বেসন এক সাথে মেখে নিতে হবে,প্রয়োজনে সামান্য জল দেওয়া যেতে পারে,

  2. 2

    ছানার ডো থেকে গোল করে হাত দিয়ে চেপে,একটা আকৃতি তৈরী করে নিতে হবে,

  3. 3

    গরম তেলে ছানা গুলো লাল করে ভেজে নিতে হবে

  4. 4

    তেলে টমেটো ভেজে

  5. 5

    মশলা লবণ,হলুদ,চিনি দিয়ে কষিয়ে নিতে হবে

  6. 6

    সামান্য জল দিয়ে নেড়ে গরমশলা দিয়ে ভালো করে ফুটিয়ে ঘন গ্ৰেভী তৈরী করে নিতে হবে,

  7. 7

    ভেজে নেওয়া ছানার উপরে ঘন গ্ৰেভী ছড়িয়ে দিলেই তৈরী ছানার ডালনা,

  8. 8

    এবার একটা পাত্রে সাজিয়ে পরিবেশনের জন্য তৈরী ছানার ডালনা,

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Lisha Ghosh
Lisha Ghosh @cook_16475292
আমার রান্না করতে ভালো লাগে
আরও পড়ুন

Similar Recipes