নিরামিষ পনির ফুলকপির ডালনা (Niramish Panner FulKopi dalna recipe in Bengali)

Srimayee Mukhopadhyay
Srimayee Mukhopadhyay @cook_25187502


#ebook2

এই পদটি যেকোনো পুজোর ভোগের জন্য বা নিরামিষ দিনে করা যাবে।এটি খেতে খুব সুস্বাদু।

নিরামিষ পনির ফুলকপির ডালনা (Niramish Panner FulKopi dalna recipe in Bengali)


#ebook2

এই পদটি যেকোনো পুজোর ভোগের জন্য বা নিরামিষ দিনে করা যাবে।এটি খেতে খুব সুস্বাদু।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

50 মিনিট
3 জনের জন্য
  1. 250 গ্রামপনির
  2. 1 টিআলু
  3. 1 টিফুলকপি
  4. 2টেবিল চামচ আদা বাটা
  5. স্বাদমতোনুন ও চিনি
  6. 1 টিটমেটো
  7. 1/2 টেবিল চামচ গোটা জিরে
  8. 4টেবিল চামচ ফেটানো টকদই
  9. স্বাদমতোকাঁচা লঙ্কা
  10. 1 চা চামচঘি
  11. 2টেবিল চামচ তেল
  12. 1 চা চামচগোটা গোলমরিচ
  13. ফোঁড়নের জন্য
  14. 1/2 চা চামচগোটা জিরে
  15. 1 টাতেজপাতা
  16. 2 টিএলাচ
  17. 2 টিলবঙ্গ
  18. 1 টিদারচিনি
  19. গুঁড়ো মশলা জন্য
  20. 1 চা চামচজিরে গুঁড়ো
  21. 1 চা চামচধনে গুঁড়ো
  22. 1 চা চামচকাশ্মিরী লঙ্কা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

50 মিনিট
  1. 1

    প্রথমেই আলু,ফুলকপি, কেটে ধুয়ে নিয়ে আলু সেদ্ধ করতে হবে ও ফুলকপি নুন জলে হালকা ভাপিয়ে জল ঝড়তে দিতে হবে।

  2. 2

    এবার আদা,লঙ্কা,গোল মরিচ, গোটা জিরে,টমেটো ও ফেটানো টকদই সমস্ত দিয়ে মিক্সিতে একটি মিহি পেস্ট বানাতে হবে।

  3. 3

    এবার পনির ও ফুলকপি তেলে ভেজে তুলে নিতে হবে।

  4. 4

    এবার ঐ তেলেই সমস্ত ফোড়ন দিয়ে একটু ভুনে নিতে হবে। ফোড়নের সব উপকরণ ওপরে 👆 দেওয়া আছে।

  5. 5

    ফোড়ন ভুনা হলে পেস্ট করা মিশ্রনটি দিয়ে কষে নিয়ে একে একে গুঁড়ো মশলা,নুন,চিনি, দিয়ে আবার কষতে হবে। গুড়ো মশলার উপকরণ 👆 ওপরে দেওয়া আছে।

  6. 6

    মশলা কষা হলে সমস্ত সবজি ও পনির দিয়ে হালকা কোষে নিয়ে পরিমান মতো গরম জল দিয়ে ফোটাতে হবে। ঝোল গাঢ় হলে ঘি ছড়িয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে।

  7. 7

    এবার পরিবেশন করতে হবে পরোটা বা লুচির সাথে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Srimayee Mukhopadhyay
Srimayee Mukhopadhyay @cook_25187502

Similar Recipes