বাসন্তী পোলাও(Basonti polau recipe in Bengali)

Soma Roy
Soma Roy @cook_25080829

#jemonkhudiradho2
#Rina
ভীষণ সুন্দর ঘরোয়া একটা রেসিপি ঝর ঝরে নুন মিষ্টি যুক্ত পোলাও।

বাসন্তী পোলাও(Basonti polau recipe in Bengali)

#jemonkhudiradho2
#Rina
ভীষণ সুন্দর ঘরোয়া একটা রেসিপি ঝর ঝরে নুন মিষ্টি যুক্ত পোলাও।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ থেকে ২০ মিনিট
৪ জন
  1. 2 কাপ গোবিন্দ ভোগ চাল
  2. 2 চা চামচ ঘি
  3. স্বাদ মত নুন
  4. স্বাদ মতচিনি
  5. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  6. 1চা চামচগরম মশলা গুঁড়ো
  7. 1 চা চামচ গোল মরিচ গুঁড়ো
  8. 1চা চামচআদা বাটা
  9. ফোঁড়নের জন্য লাগবে:
  10. পরিমাণ মতঘি
  11. 1টাতেজপাাতা
  12. 3-4টেলবঙ্গ
  13. 3-4টেএলাচ
  14. 20-25টাকাজু বাদাম
  15. পরিমানমতোভেজানো কিসমিস

রান্নার নির্দেশ সমূহ

১৫ থেকে ২০ মিনিট
  1. 1

    গোবিন্দ ভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে ৩০ মিনিট।

  2. 2

    ঝরঝরে চাল এর মধ্য প্রথম উপকরণের সমস্ত মশলা ঘি ইত্যাদিসহ ভালো করে মেখে প্রায়৩০ মিনিট ম্যারিনেট করে রেখে দিতে হবে।

  3. 3

    এবার কড়াইতে ঘি গরম করে তাতে ফোঁড়নে র তেজপাতা লং এলাচ দিয়ে একটু নেড়ে তাতে বাদাম ও কিশমিশ দিয়ে ভাজতে হবে একটু।

  4. 4

    ভাজা হলে গেলে কড়াইতে ম্যারিনেট করা চল দিয়ে ৩ থেকে ৪ মিনিট চাল টাকে ভাজতে হবে।

  5. 5

    এবার চাল ভাজা হলে গেলে তাতে মাপ মত গরম জল (অর্থাৎ চালের দ্বিগুণ জল,এখানে দু কাপ চাল তাই ৪ কাপ জল) দিতে হবে।

  6. 6

    জল দেওয়ার পর একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে।পোলাও রান্না হতে প্রায় ১০ থেকে ১৫ মিনিট লাগবে । মাঝে একবার ঢাকা তুলে দেখে নিতে হবে।তখন koyekta কাঁচা লঙ্কা দিয়ে পোলাও নেড়ে চেড়ে দেখতে ।১৫ মিনিট পর আমাদের সুন্দর ঝরঝরে পোলাও রেডী হয়ে যাবে।

  7. 7

    রেসিপি পড়ার জন্য অনেক ধন্যবাদ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Soma Roy
Soma Roy @cook_25080829

Similar Recipes