দানাদার (daanadaar recipe in Bengali)

Keya Nayak
Keya Nayak @cook_12214370

#মিষ্টি

দানাদার (daanadaar recipe in Bengali)

#মিষ্টি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫-২৭ মিনিট
২ জনের জন্যে
  1. ১০০ গ্রাম ছানা
  2. ২ চা চামচ চিনি
  3. ১/২ চা চামচ ময়দা
  4. ১/২ চা চামচ সুজি
  5. ১/৪ কাপ চিনি গুঁড়ো
  6. ১/২ কাপ চিনি
  7. ১ কাপ জল
  8. ১ কাপ গরম জল

রান্নার নির্দেশ সমূহ

২৫-২৭ মিনিট
  1. 1

    দুধ কাটিয়ে ছানা করে নিতে হবে। ছানার জল ঝরিয়ে নিতে হবে। তারপর ৫ মিনিট মতন হাতের তালু র সাহায্যে মসৃণ করে নিয়ে তাতে ২ চা চামচ, ময়দা ও সুজি মিশিয়ে আবার হাতের তালু দিয়ে আর ও ৫ মিনিট মসৃন করে নিতে হবে।

  2. 2

    তারপর ছানা থেকে ছোট ছোট লেচি করে গোল করে নিতে হবে।

  3. 3

    গ্যাস জ্বালিয়ে কড়া তে চিনি ও জল দিয়ে বসাতে হবে। চিনি গুলো ফুটে উঠলে ছানার বল গুলো দিয়ে ঢাকা দিয়ে ৬-৭ মিনিট ফুটিয়ে নিতে হবে কম আঁচে। ৭ মিনিট পর ১/২ কাপ গরম জল দিয়ে আবার ১০ মিনিট ফোটাতে হবে আর কড়া হাতল ধরে হিলিয়ে দিতে হবে।

  4. 4

    ঢাকা দিয়ে দিতে হবে।১০ মিনিট পর আবার ১/২ কাপ গরম জল দিয়ে ৩-৪ মিনিট ফোটাতে হবে। এই ভাবে ২-৩ বার মাঝে মাঝে গরম জল দিতে হবে। রস যখন একদম ঘন হয়ে আসবে তখন গ্যাস অফ করে দিতে হবে।

  5. 5

    এবার একটা থালা তে চিনি গুঁড়ো নিয়ে তাতে একটা করে গরম দানাদার তুলে চিনি গুঁড়ো তে গড়িয়ে নিতে হবে। গরম অবস্থায় না করলে কড়া তে আটকে যাবে।

  6. 6

    রেডী ছোটবেলার সেই দানাদার।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Keya Nayak
Keya Nayak @cook_12214370

Similar Recipes