ছানার জিলিপি (chhanar jilipi recipe in bengali)

Supriti Paul
Supriti Paul @cook_26208681

#ফেব্রুয়ারি৫
ছানার জিলিপি একটি সুস্বাদু ও সুন্দর মিষ্টি ।
এটি খেতেও খুব নরম হয় । আমার অতি পছন্দের রেসিপি আজ শেয়ার করবো ।

ছানার জিলিপি (chhanar jilipi recipe in bengali)

#ফেব্রুয়ারি৫
ছানার জিলিপি একটি সুস্বাদু ও সুন্দর মিষ্টি ।
এটি খেতেও খুব নরম হয় । আমার অতি পছন্দের রেসিপি আজ শেয়ার করবো ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মিনিট
4 জন
  1. 250 গ্রামজল ঝরানো ছানা
  2. 100 গ্রামখোয়া
  3. 4টেবিল চামচ গুঁড়ো দুধ
  4. 4টেবিল চামচ ময়দা
  5. 4টেবিল চামচ সুজি
  6. 2 চা চামচঘি
  7. 2 চা চামচগুঁড়ো চিনি
  8. 250 গ্রামচিনি
  9. 1/4 চা চামচবেকিং সোডা
  10. 3 টিছোট এলাচ
  11. পরিমাণ মত সাদা তেল ভাজার জন্য
  12. 1 চা চামচসুগার পাউডার সাজানোর জন্য

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট
  1. 1

    প্রথমে দুধ ফুটিয়ে ছানা করে নিতে হবে এবং খুব ভালো করে জাঁক দিয়ে ছানার জল ঝরিয়ে নিতে হবে । আমি এখানে ছানা কিনে ব্যবহার করেছি । ছানা, ময়দা, সুজি, খোয়া, ঘি সব এক জায়গাতে গুছিয়ে নিয়েছি ।খোয়া গ্রেট করে নিয়েছি । চিনি ও নিয়ে নিয়েছি ।

  2. 2

    এবার ছানা,খোয়া,ময়দা,গুঁড়ো দুধ, সুজি,ঘি,গুঁড়ো চিনি ও বেকিং সোডা সব একসাথে মিশিয়ে খুব ভালো করে হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিলাম । একটি নরম ডো তৈরী হল ।

  3. 3

    এই ডো থেকে ছোট ছোট বল গড়ে,লম্বা লম্বা করে ঠিক জিলিপির মতো সেপ গড়ে নিলাম । সবগুলো এভাবে করে নিলাম ।

  4. 4

    এবার কড়াইতে পরিমাণ মতো চিনি দিয়ে, 3 টি থেঁতো এলাচ দিয়ে ফুটিয়ে না মোটা না পাতলা সিরা তৈরি করে নিলাম ।

  5. 5

    এখন কড়াইতে তেল গরম করে, খুব কম আঁচে সব জিলিপি উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নিলাম । এগুলো চিনির সিরার মধ্যে ডুবিয়ে দিলাম ।

  6. 6

    1ঘন্টা পর চিনির রস থেকে তুলে জিলিপি পরিবেশন করতে হবে। এখন তৈরী আমার নরম তুলতুলে সুস্বাদু জিলিপি । আমি সুগার পাউডার ছড়িয়ে প্লেটে সাজিয়ে পরিবেশন করলাম ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Supriti Paul
Supriti Paul @cook_26208681

Similar Recipes