মতিচুর রাবড়ি পারফেট (motichoor rabri parfait recipe in Benga

Mitali Partha Ghosh
Mitali Partha Ghosh @cook_20359533

#মিষ্টি
এটি একটি ফ্রেঞ্চ ডেজার্ট।

লাড্ডু এমনিতেই আমাদের সবার প্রিয় আর তার সঙ্গে রাবড়ি দেওয়ার জন্য এটি খুবই সুস্বাদু খেতে হয়।

মতিচুর রাবড়ি পারফেট (motichoor rabri parfait recipe in Benga

#মিষ্টি
এটি একটি ফ্রেঞ্চ ডেজার্ট।

লাড্ডু এমনিতেই আমাদের সবার প্রিয় আর তার সঙ্গে রাবড়ি দেওয়ার জন্য এটি খুবই সুস্বাদু খেতে হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫মিনিট
২জন
  1. ৫টি মতিচুর লাড্ডু
  2. ১লিটার ফুল ফ্যাট মিল্ক
  3. ১চা চামচ এলাচ গুঁড়ো
  4. ১চা চামচ কাজু কুচি
  5. ৬টি আমন্ড বাদাম কুচি
  6. ৫টি চেরি
  7. ১চা চামচ গুঁড়ো চিনি

রান্নার নির্দেশ সমূহ

১৫মিনিট
  1. 1

    প্রথমে ১ লিটার দুধ জ্বাল দিয়ে একটা ঘন রাবরি বানিয়ে নিতে হবে।

  2. 2

    রাবির মধ্যে ১চা চামচ এলাচ গুঁড়ো ১ চা চামচ গুঁড়ো চিনি মেশাতে হবে। আর কিছু কাজু কুচি দিতে হবে।

  3. 3

    এবার একটা ট্রান্সপারেন্ট টি কাপের মধ্যে প্রথমে লাড্ডু গুলোকে ভেঙ্গে সেট করে নিতে হবে।

  4. 4

    এবার তার ওপরে রাবরি টা দিতে হবে।

  5. 5

    আবার তার ওপরে কিছু টা লাড্ডু ভেঙ্গে দিয়ে দিতে হবে।

  6. 6

    আবার কিছুটা রাবরি দিতে হবে।

  7. 7

    আবার সামান্য লাড্ডু ভেঙে দিয়ে ওপর থেকে ড্রাই ফ্রুটস আর চেরি ছড়িয়ে পরিবেশন করতে হবে।

  8. 8

    যখন লাড্ডু টা সেট করবেন তখন যেন লেয়ারগুলো ঠিকমত বোঝা যায়।

  9. 9

    ব্যাস তাহলেই পারফেট রেডি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mitali Partha Ghosh
Mitali Partha Ghosh @cook_20359533

Similar Recipes