রাঙা আলুর পান্ডুয়া(raanga aloor pantua recipe in Bengali)

Jharna Shaoo
Jharna Shaoo @jharnashaoo_01

#মিষ্টি

রাঙা আলুর পান্ডুয়া(raanga aloor pantua recipe in Bengali)

#মিষ্টি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
5 জনের জন্য
  1. 2টি রাঙা আলু
  2. 2 কাপচিনি
  3. 1টেবিল চামচ ময়দা
  4. 2টেবিল চামচ গুঁড়ো দুধ
  5. 2টি এলাচ
  6. 1/2টেবিল চামচ গাওয়া ঘি
  7. পরিমাণ অনুযায়ীসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    প্রথমে রাঙা আলু গুলি খোলা ছাড়িয়ে নিয়ে, এক চিমটি নুন দিয়ে সিদ্ধ করতে হবে। রাঙা আলু গুলি অল্প সিদ্ধ করতে হবে, বেশি নরম যেন না হয়ে যায়। এবার হাতের সাহায্যে ভালভাবে ম্যাসড করে নিতে হবে, কোনো ডেলা যেন না থাকে।

  2. 2

    এবার ম্যাসড করা রাঙা আলুর মধ্যে এক টেবিল চামচ ময়দা, দু টেবিল চামচ গুঁড়ো দুধ ও হাপ টেবিল চামচ গাওয়া ঘি দিয়ে সমস্তটা ভালো করে মেখে নিতে হবে। এরপর লেচি কেটে নিয়ে, গোল গোল পান্ডুয়ার আকারে তৈরি করে নিতে হবে।

  3. 3

    এবার কড়াতে পরিমাণ অনুযায়ী সাদা তেল দিয়ে, পান্ডুয়া গুলি লাল করে ভেজে নিতে হবে।

  4. 4

    এরপর একটি পাত্রে দু কাপ চিনি ও দু কাপ জল এবং দুটি এলাচ দিয়ে রস তৈরি করতে হবে। এবার পান্ডুয়া গুলি ভাজা হয়ে গেলে, রসটি যখন ইসদউষ্ণ গরম থাকবে তখন ভাজা পান্ডুয়া গুলি রসে ডুবিয়ে চাপা দিয়ে দিতে হবে।

  5. 5

    এরপর দু ঘন্টা পর পান্ডুয়া গুলি ফুলে উঠলে একটি পাত্রে ঢেলে নিতে হবে।

  6. 6

    রাঙা আলুর পন্তুয়া তৈরি। এরপর পান্ডুয়ার উপর গুরো দুধ ছড়িয়ে পরিবেশন করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jharna Shaoo
Jharna Shaoo @jharnashaoo_01
আমি রান্না করতে ভালবাসি, নিত্য নতুন রান্না কুকপ্যাড থেকে শিখে বানানোর চেষ্টা করি।
আরও পড়ুন

Similar Recipes