রাঙ্গা আলুর পান্তুয়া(ranga aloor pantua recipe in Bengali)

Sayantani Ray
Sayantani Ray @sayantani_27581

রাঙ্গা আলুর পান্তুয়া(ranga aloor pantua recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জন
  1. ২০০ গ্রাম রাঙা আলু
  2. ১০০ গ্রাম ছানা
  3. ১/৪কাপ সুজি
  4. ১/৪কাপ ময়দা
  5. ২টেবিল চামচ ঘি
  6. ১/৪ কাপ গুঁড়ো দুধ
  7. ২কাপ চিনি
  8. ১.৫ কাপ জল সিরার জন্য
  9. ১/২চা চামচ এলাচ গুঁড়ো
  10. ১/২চা চামচ লেবুর রস

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    রাঙ্গা আলু ৭০ শতাংশ সেদ্ধ করে নিতে হবে। তারপর খোসা ছাড়িয়ে গ্রেড করে নিয়েছি যাতে কোনো ডেলা না থাকে।

  2. 2

    এর মধ্যে ১০০ গ্রাম ছানা ময়দা,সুজি,ঘি,গুড়ো দুধ সব মিশিয়ে ভালো করে মেখে নিতে হবে। যে পরিমান এ বলা হয়েছে সেই পরিমানেই মেশাতে হবে।আর মাখাটা খুবই নরম হবে।বেশি ময়দা বা সুজি ব্যাবহার করলে মিস্টিটা শক্ত হয়ে যাবে।

  3. 3

    হাতে ঘি মাখিয়ে ছোট ছোট লেচি কেটে গোল গোল মসৃণ বল বানিয়ে নিতে হবে।

  4. 4

    ২ কাপ চিনি ও দেড় কাপ জলে দিয়ে পাতলা সিরা বানাতে হবে। এটা এক বলা দুই তার সিরার প্রয়োজন নেই।চিনি জলে গলে যাওয়ার পরে দুই মিনিট মতো ফুটিয়ে নিলেই হবে।এতে ১/২ চামচ এলাচ গুড়ো ও ১/২চামচ লেবুর রস দিতে হবে যাতে সিরা জমাট না বেঁধে যায়।

  5. 5

    এবার কড়াইয়ে সাদা তেল আর ১টেবিল চামচ ঘি দিয়ে মিস্টি গুলো লাল লাল করে ভেজে গরম সিরায় ফেলতে হবে।

  6. 6

    ২ঘন্টা রেখে দিতে হবে। তারপর পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sayantani Ray
Sayantani Ray @sayantani_27581
https://youtube.com/channel/UC_bENiNoFoXXiUvfiRxDikw youtube channel -"Hata Khuntir Melbondhon "
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes