চালের পরমান্ন (chaler paromannyo recipe in Bengali)

Rubi Paul
Rubi Paul @cook_21130802

#মিষ্টি
দুধে ভাতে বাঙালির কাছে ঐতিহ্যবাহী একটি পদ ' পায়েস বা পরমান্ন ' যা দুধ চালের অপূর্ব সমন্বয়ে তৈরি, কোনো শুভ অনুষ্ঠান মানেই পায়েস যা বানানো খুবই সহজ, আর খেতে অমৃত

চালের পরমান্ন (chaler paromannyo recipe in Bengali)

#মিষ্টি
দুধে ভাতে বাঙালির কাছে ঐতিহ্যবাহী একটি পদ ' পায়েস বা পরমান্ন ' যা দুধ চালের অপূর্ব সমন্বয়ে তৈরি, কোনো শুভ অনুষ্ঠান মানেই পায়েস যা বানানো খুবই সহজ, আর খেতে অমৃত

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
ফ্যামিলি সার্ভিসিং
  1. 1 লিটারদুধ
  2. 1মুঠো গোবিন্দভোগ চাল
  3. 1 কাপকাজুবাদাম, কিসমিস, আমন্ডবাদাম
  4. 1/2 চা চামচএলাচ গুঁড়ো
  5. 1টা তেজপাতা
  6. প্রয়োজন মতোচিনি
  7. পরিমাণমতোঘি

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    গোবিন্দভোগ চাল 15-20 মিনিট জলে ভিজিয়ে রেখে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে, এরপর ঘি দিয়ে চাল টা মাখিয়ে রেখে দিতে হবে, কাজু কিসমিস ঘি তে হালকা ভেজে নিয়ে তুলে রাখতে হবে,

  2. 2

    এবার একটা হাঁড়িতে একটা তেজপাতা দিয়ে দুধকে ভালোভাবে জ্বাল দিতে হবে,

  3. 3

    এবার ঐ দুধে ঘি তে মাখা গোবিন্দভোগ চাল টা দিয়ে দিতে হবে এবং সেদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, এই সময় বারবার নাড়িয়ে যেতে হবে যাতে
    নীচে লেগে বা পুড়ে না যায়,

  4. 4

    চাল সেদ্ধ হয়ে এলে চিনি আর এলাচ গুঁড়ো দিয়ে দিতে হবে, দুধ চাল যখন আরও ঘন হয়ে ক্ষীরের মতো হয়ে আসবে তখন ভেজে রাখা কাজু কিসমিস টা দিয়ে দিতে হবে, এরপর আর একটু ফুটে উঠলে নামিয়ে নিতে হবে,

  5. 5

    এরপর উপর থেকে আমন্ড কুচি ছড়িয়ে দিয়ে পরিবেশন এই পরমান্ন...

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rubi Paul
Rubi Paul @cook_21130802

Similar Recipes