ছানার জিলাপি (chanar jilapi recipe in Bengali)

Pousali Mukherjee
Pousali Mukherjee @cook_25171795

#Ruma
ছানার জিলাপি রেসিপি টি শিখেছি আমার মাসিমণির থেকে। আমার খুব প্রিয়,

ছানার জিলাপি (chanar jilapi recipe in Bengali)

#Ruma
ছানার জিলাপি রেসিপি টি শিখেছি আমার মাসিমণির থেকে। আমার খুব প্রিয়,

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
4 জন
  1. ১ কাপছানা
  2. ১ কাপ ময়দা
  3. ৪ টেবিল চামচ সুজি
  4. ১/৩ চা চামচ খাবার সোডা
  5. ১ কাপ চিনি
  6. প্রয়োজন অনুযায়ীতেল
  7. প্রয়োজন অনুযায়ীদারুচিনি

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    একটি পাত্রে চিনি ও জল মিশিয়ে জ্বাল দিয়ে ঘন করে সিরা বানিয়ে নিতে হবে । এবার আরেকটি পাত্রে ময়দা, ছানা, সুজি, তেল ও সোডা মিশিয়ে নিতে হবে।

  2. 2

    এরপর জল ভালো করে মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিতে হবে । জলের পরিমাণটা এমন হবে যাতে মিশ্রণটা খুব ঘন বা পাতলা না হয়। এর পর হাত দিয়ে জিলাপি র মতো করে পাকিয়ে নিতে হবে।

  3. 3

    এরপর কড়াইয়ে মাঝারি আঁচে তেল ভালো করে গরম করে নিতে হবে । এর পর হাতে বানানো জিলাপি তেলে ছেড়ে দিতে হবে। জিলাপি ভেজে এক পাশ লাল হয়ে গেলে উল্টে দিয়ে দু’পাশ সমানভাবে লাল করে ভেজে তুলে নিতে হবে ।

  4. 4

    ভাজা জিলাপিগুলো রসে ভিজিয়ে রাখতে হবে আধঘণ্টা। রসে ভিজে নরম হয়ে গেলে সেগুলো একটি পাত্রে তুলে নিতে হবে । এবার গরম গরম পরিবেশন করুন মজাদার ছানার জিলাপি।

  5. 5

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Pousali Mukherjee
Pousali Mukherjee @cook_25171795

মন্তব্যগুলি (5)

Similar Recipes