কোকোমালাই চপ(cocoa malai chop recipe in bengali)

Rupkatha Sen
Rupkatha Sen @cook_17319600

#মিষ্টি রেসিপি

কোকোমালাই চপ(cocoa malai chop recipe in bengali)

#মিষ্টি রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
২ জন
  1. ১০০ গ্রাম গুঁড়ো আমুল দুধ
  2. ১প্যাকেট লিকুইড আমুল দুধ
  3. ১ চা চামচ কোকো পাউডার
  4. ১ চিমটি বেকিং পাউডার
  5. ১ টা ডিম
  6. ২ টেবিল চামচ চিনি

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    প্রথমে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে।

  2. 2

    এরপর একটি পাত্রে গুঁড়োআমুল দুধ,কোকো পাউডার, বেকিং পাউডার,ও ফেটানো ডিমের অর্ধেকটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে।

  3. 3

    এই মিশ্রণটি ১০ থেকে ১৫ মিনিট পাখার নিচে রেখে তারপর হাতের সাহায্যে চপের আকারে গড়ে নিতে হবে।

  4. 4

    অন্যদিকে একটি পাত্রে দুধ ফোটাতে হবে। দুধ ফুটে গেলে তাতে দিতে হবে চিনি।

  5. 5

    চিনি দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করার পর গ্যাসের ফেল্মটা মিডিয়াম চপ গুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে। এবং একটা ঢাকনা চাপা দিয়ে দিতে হবে।

  6. 6

    এবার কিছুক্ষণ এইভাবে ফুটানোর পর যখন চপগুলো ফেপে ডবল হয়ে যাবে। তখন সবগুলোকে পরিবেশন করার প্লেটে তুলে নিতে হবে। এবং চপ গুলো তুলে নেওয়ার পর ওই দুধ টাকে আবারও কিছুক্ষণ জ্বালিয়ে একদম ক্ষীর মত করে চপের উপরে ঢেলে দিতে হবে। তাহলে রেডি হয়ে যাবে কোকো মালাই চপ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rupkatha Sen
Rupkatha Sen @cook_17319600

Top Search in

Similar Recipes