কাড়ি পাকোড়া (kadhi pakora recipe in bengali)

Rubia Begam
Rubia Begam @cook_200789

#তেঁতো/টক
এটি উত্তর ভারতের খুব জনপ্রিয় একটি খাবার।বেসনের পাকোড়া তৈরি করে দই দিয়ে কাড়ি তৈরি করতে হয়।টক টক খেতে খুব ভালো লাগে ভাত দিয়ে।কারিপাতার গন্ধ টাও খুব ভালো লাগে।

কাড়ি পাকোড়া (kadhi pakora recipe in bengali)

#তেঁতো/টক
এটি উত্তর ভারতের খুব জনপ্রিয় একটি খাবার।বেসনের পাকোড়া তৈরি করে দই দিয়ে কাড়ি তৈরি করতে হয়।টক টক খেতে খুব ভালো লাগে ভাত দিয়ে।কারিপাতার গন্ধ টাও খুব ভালো লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৪ জন
  1. পাকোড়ার জন্য
  2. ৫০ গ্রাম বেসন
  3. ১ টা আলু
  4. ১টেবিল চামচ টক দই
  5. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  6. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  7. ১/২ চা চামচ গোটা জিরে
  8. পরিমাণমতো জল
  9. স্বাদ অনুযায়ী নুন
  10. প্রয়োজন অনুযায়ীভাজার মতো তেল
  11. কাড়ির জন্য
  12. ৪ টেবিল চামচ বেসন
  13. ১৫০ গ্রাম টক দই
  14. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  15. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  16. ৩ টেবিল চামচ ঘি
  17. ১/২ চা চামচ সর্ষে
  18. ১/২ চা চামচ গোটা জিরে
  19. ৬ টা গোটা গোলমরিচ
  20. ৬ টা কারিপাতা
  21. ২ টি শুকনো লঙ্কা
  22. স্বাদমতোনুন

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    পাকোরার জন্য বেসন দই সেদ্ধ করে আলু ও গুঁড়ো মসলা গোটা জিরে ও পরিমান মতো নুন ও জল দিয়ে ভালো করে মেখে ৩০ মিনিট মতো রেখে গোল গোল বল বানিয়ে তেল গরম করে তাতে ভালো করে ভেজে নিতে হবে।অন্য পাত্রে তুলে রাখতে হবে।

  2. 2

    একটি পাত্রে বেসন টক দই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন অল্প জল দিয়ে ভালো ভালো করে ফাটাতে হবে।এবার এতে ৫০০ মিলি জল দিতে হবে।এটা রেখে দিতে হবে।

  3. 3

    এরপর কড়াইতে ২ চামচ ঘি দিয়ে তাতে গোটা জিরে সর্ষে গোল ফোড়ন দিয়ে ওই বেসনের মিশ্রণ তা ঢেলে দিতে হবে।ক্রমশ নাড়তে হইবে নাহলে দেলা পাকিয়ে যাবে।এরপর ফুটতে শুরু করবে।খানিকক্ষণ ফোটার পর বেসনের বল গুলো দিতে হবে ।

  4. 4

    এবার অন্য কড়াইতে ১ চামচ মতো ঘি দিয়ে তাতে শুকনো লঙ্কা ও কারী পাতার ফোড়ন টা ওই করিতে উপর থেকে দিতে হবে।

  5. 5

    এরপর ভাত দিয়ে গরম গরম পরিবেশন করতে হইবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rubia Begam
Rubia Begam @cook_200789

Similar Recipes