করলা কড়ি (Karela Kadhi recipe in Bengali)

Tulika Santra
Tulika Santra @cook_12125974
Howrah

#তেঁতো/টক
করলা কড়ি নর্থ ইন্ডিয়ান রেসিপি, তেঁতো হলেও সুন্দর ঘি য়ের গন্ধ এর স্বাদ অনেক বাড়িয়ে দেয়।

করলা কড়ি (Karela Kadhi recipe in Bengali)

#তেঁতো/টক
করলা কড়ি নর্থ ইন্ডিয়ান রেসিপি, তেঁতো হলেও সুন্দর ঘি য়ের গন্ধ এর স্বাদ অনেক বাড়িয়ে দেয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20মিনিট
4জন
  1. 1 কাপদই
  2. 3 টেবিল চামচবেসন
  3. 1 চা চামচআদা-কাঁচালঙ্কা বাটা
  4. 1 চিমটিহলুদ গুঁড়ো
  5. 1টাপেঁয়াজ (কুচি)
  6. 2টা করলা (গোল গোল করে স্লাইস কাটা)
  7. 4 চা চামচতেল
  8. স্বাদ মতনুন
  9. 3 কাপজল
  10. 2 চা চামচঘি
  11. 1/2 চা চামচকালো সর্ষে
  12. 10টা কারি পাতা
  13. 2টো শুকনো লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

20মিনিট
  1. 1

    প্রথমে কড়াই তে তেল দিয়ে করলা গুলোতে সামান্য নুন ছড়িয়ে কড়া করে ভেজে নিতে হবে।

  2. 2

    এবার একটি বড়ো বাটিতে টক দই, বেশন, হলুদ, আদা-কাঁচালঙ্কা বাটা দিয়ে ভাল করে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো দানা ভাব না থাকে।

  3. 3

    3কাপ জল মিশ্রণটি তে মিশিয়ে পাতলা করে নিতে হবে

  4. 4

    এবার ঐ করলা ভাজার কড়াই তেই আরো 2চামচ তেল দিয়ে পিয়াজ ভাজতে হবে।

  5. 5

    পিয়াজ নরম হয়ে এলে ও রঙ পরিবর্তন হলে দই ও বেশনের মিশ্রণটি দিয়ে অনবরত নাড়তে হবে, নাহলে ঘন হয়ে জমাট বেধে যাবে।

  6. 6

    স্বাদ মত নুন দিয়ে 4/5মিনিট নাড়ার পর মিশ্রণটি তে করলা দিন এবং মিশ্রণটি ঘন হয়ে এলে নামিয়ে সাইডে রাখুন।

  7. 7

    এবার তড়কা তৈরি করার পালা। তড়কা তৈরির জন্য প্যানে ঘী দিন। তারপর একে একে শুকনোলঙ্কা সর্ষে ও কারি পাতা দিন।

  8. 8

    1মিনিট পর তড়কা টি বেশনের মিশ্রণে দিয়ে মিশিয়ে দিন।

  9. 9

    ভাত বা রুটি পরোটার সাথে পরিবেশন করুন করলা তড়কা।

  10. 10

    (বি: দ্র: নিজের পছন্দমত মিশ্রণটি ঘন বা পাতলা করতে পারেন)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Tulika Santra
Tulika Santra @cook_12125974
Howrah
professionally I'm Lawyer but cooking is my Hobby..
আরও পড়ুন

Similar Recipes