স্পিনাচ পাকোড়া (spinach pakora recipe in Bengali)

Sampa Banerjee
Sampa Banerjee @sam1971
Vaishali, Ghaziabad

#GA4
#Week 2
স্পিনাচ বা শাকের নানারকম পদ আমাদের সবার ভালো লাগে। এটাও একটা মুখরোচক স্পিনাচের রেসিপি। যা খুব তাড়াতাড়ি বানানো যায়।

স্পিনাচ পাকোড়া (spinach pakora recipe in Bengali)

#GA4
#Week 2
স্পিনাচ বা শাকের নানারকম পদ আমাদের সবার ভালো লাগে। এটাও একটা মুখরোচক স্পিনাচের রেসিপি। যা খুব তাড়াতাড়ি বানানো যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
4 জন
  1. 1 কাপবেসন
  2. 2টেবিল চামচ চালের গুঁড়ো
  3. 1 বাটিধোয়া আস্ত আস্ত পালং পাতা
  4. 1 চা চামচলাল লঙ্কা গুঁড়ো।
  5. 1/2 চা চামচজোয়ান।
  6. 1/2 চা চামচনুন।
  7. 1 চিমটিহলুদ।
  8. পরিমাণ মতোভাজার জন্য সাদা তেল
  9. 1 কাপজল
  10. পরিমাণ মতোটমেটো সস সার্ভ করার জন্য

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    প্রথমে, সব শুকনো উপকরণ মিশিয়ে, দু'চামচ গরম তেল দিয়ে আর পরিমাণ মতো জল অল্প অল্প করে মিশিয়ে, একটা সমসত্ব মিশ্রণ বানিয়ে নিতে হবে। এবারে, এই মিশ্রণে, আস্ত পালং পাতা এক এক করে ডুবিয়ে নিতে হবে।

  2. 2

    এবারে, কড়াইতে তেল গরম করে, একটা একটা করে পাতা ওই ব্যাটারে ডুবিয়ে, গরম তেলে ছাড়তে হবে। একসাথে, দু থেকে তিনটে পাতা তেলে ছাড়তে হবে। এবারে, এই পাকোড়া গুলোকে দু'পাশে উল্টে পাল্টে ভাজতে হবে। ভাজার পর একটা প্লেটে টিস্যু পেপারের ওপর রাখতে হবে।

  3. 3

    এবারে, এই পাকোড়া গুলোকে প্লেটে সাজিয়ে সসের সাথে, গরম গরম চা বা কফির সাথে পরিবেশন করলে ভালো লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sampa Banerjee
Sampa Banerjee @sam1971
Vaishali, Ghaziabad
I am a writer, a classical singer and a passionate chef..
আরও পড়ুন

Similar Recipes