লাউ  চিংড়ি (lau chingri recipe in bengali)

Indrani chatterjee
Indrani chatterjee @Indu_7278893948
Serampore

#স্বাদের রান্না ।
#যেমন খুশি রাঁধুন ।
লাউ চিংড়ি গরমের দিনে বাঙালিদের ঘরে এক জনপ্রিয় ও লোভনীয় রান্না ।

লাউ  চিংড়ি (lau chingri recipe in bengali)

#স্বাদের রান্না ।
#যেমন খুশি রাঁধুন ।
লাউ চিংড়ি গরমের দিনে বাঙালিদের ঘরে এক জনপ্রিয় ও লোভনীয় রান্না ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
২জন
  1. ২০০গ্রাম লাউ
  2. ১৫০গ্রাম চিংড়ি ভাজা
  3. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  4. ১ চা চামচ ধনে গুঁড়া
  5. ১/২ চা চামচ নুন
  6. ৩চা চামচ চিনি
  7. ২টো শুকনো লঙ্কা
  8. ১/২চা চামচ হিং
  9. ১ চা চামচ আদা বাটা
  10. ৪টিলঙ্কা বাটা
  11. ১/৪কাপসর্ষের তেল
  12. ১চা চামচ রসুন বাটা
  13. ১/২চা চামচ মরিচ গুঁড়া
  14. ১চা চামচ ধনে গুঁড়া
  15. ২চা চামচ ধনে পাতা
  16. ১টাশুকনো লঙ্কা
  17. ১/৪কাপ সাদা তেল
  18. ৫টেবিল চামচ সর্ষের তেল
  19. ২টেবিল চামচ ধনে পাতা
  20. ১/৩কাপ পেঁয়াজ কুচি

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    লাউ কেটে ধুয়ে ফেলতে হবে ।চিংড়ি ভেজে নিতে হবে হালকা করে ।

  2. 2

    এবার কডাই তে তেল দিয়ে ও ফোড়ন নারতে শুরু করতে হবে ।

  3. 3

    লাউ ও সব মশলা দিয়ে নেরে ঢাকা দিয়ে ভাপিয়ে রাখতে হবে ৫মিনিট ।

  4. 4

    নরম হলে জল দিয়ে ফুটতে দিতে হবে ও চিংড়ি মাছ মিশিয়ে দিতে হবে ।ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামাতে হবে ।

  5. 5

    ঘি দিয়ে পরিবেশ ন করতে হবে ।

  6. 6

    মাছ আগে ভেজে নিতে হবে হালকা করে ।

  7. 7

    দই ফেটিয়ে নিতে হবে ও পেঁয়াজ ও রসুন পেসট করতে হবে ।কাঁচা মরিচ দরকচা পেসট করতে হবে ।

  8. 8

    দই য়ে র মধ্যে সব মশলা নুন সমেতমিশিয়ে নিতে হবে ।

  9. 9

    এবার কডাই তে তেল ও ফোড়ন দিয়ে সব পেসট,মশলা সমেত দই দিয়ে নারতে শুরু করতে হবে ।

  10. 10

    ফুটতে শুরু করলে মাছ গুলো মিশিয়ে এপিঠ ও ওপিঠ করতে হবে ।উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামাতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Indrani chatterjee
Indrani chatterjee @Indu_7278893948
Serampore

Top Search in

Similar Recipes