লাউ চিংড়ি(lau chingri recipe in Bengali)

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
Delhi, India

লাউ চিংড়ি(lau chingri recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
4 জন
  1. 1 টা মাঝারি লাউ
  2. 2 টো মাঝারি আলু(ঐচ্ছিক)
  3. 250 গ্রামচিংড়ি
  4. 1 টা মাঝারি টমেটো
  5. 1টেবিল চামচ আদা রসুন বাটা
  6. 1 টা মাঝারি পেঁয়াজ ও কাঁচালঙ্কা বাটা
  7. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  8. 2 টোতেজপাতা
  9. 1 চা চামচকাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  10. 1 টাশুকনো লঙ্কা
  11. 1 চা চামচআস্ত জিরে
  12. 1/2 চা চামচজিরে গুঁড়ো
  13. 1/2 চা চামচধনে গুঁড়ো
  14. 1/2 চা চামচগরম মশলা
  15. 2টেবিল চামচ ঘি
  16. পরিমাণ মতরান্নার জন্য সর্ষের তেল
  17. স্বাদমতোনুন ও চিনি

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    কড়ায় সরষের তেল দিয়ে চৌকো কেটে রাখা আলু ও লাউ একে একে ভেজে নিন।

  2. 2

    চিংড়ি মাছে নুন, হলুদ ও সরষের তেল মাখিয়ে খানিক্ষণ রেখে একই তেলে ভেজে তুলে নিন।

  3. 3

    এই তেলেই জিরে, শুকনোলঙ্কা ও তেজপাতা ফোরণ দিন । এবার এতে আদা, রসুন,পেঁয়াজ ও কাঁচালঙ্কা বাটা গুলো ভাজুন। টম্যাটো পেস্ট করে, ঢেলে দিন।ভালো করে রান্না করুন।

  4. 4

    এবার এতে আলু ও লাউ ভাজা টা দিয়ে ভালো করে কষুন। এতে সম্মিলিত করুন নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ ও লাল লঙ্কা গুঁড়ো। চেকে দেখে নিন প্রয়োজনে চিনি ও জল মেশান।

  5. 5

    এবার ভাজা চিংড়ি গুলো দিয়ে ঘী ও গরম মশলা সহযোগে অন্তত 10 মিনিট ফোটান। ওপরে কুচানো ধনেপাতা ছড়িয়ে আঁচ বন্ধ করে ঢেকে রাখুন।

  6. 6

    গরম পরিবেশন করুন পছন্দের রাইস বা রুটির সাথে।

রেসিপিগুলি পছন্দ করেছেন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
Delhi, India
Happy Homemaker with Homegrown Interests. Addicted to cooking, photography and travelling. Cooking is an art and I am an Artist🤘
আরও পড়ুন

Similar Recipes