পুই শাকের ঘন্ট(pui saker ghonto recipe in Bengali)

Shiny Avijit Jana
Shiny Avijit Jana @cook_24289884

#ebook2
বাঙালির উৎসব মানেই পুজো, আর পুজো মানেই নিরামিষ রান্না, নববর্ষে ঘরে ঘরে লক্ষী নারায়ণের পুজো হয় সেই উপলক্ষে আমার আজকের রান্না পুই সাকের নিরামিষ ঘন্ট ।

পুই শাকের ঘন্ট(pui saker ghonto recipe in Bengali)

#ebook2
বাঙালির উৎসব মানেই পুজো, আর পুজো মানেই নিরামিষ রান্না, নববর্ষে ঘরে ঘরে লক্ষী নারায়ণের পুজো হয় সেই উপলক্ষে আমার আজকের রান্না পুই সাকের নিরামিষ ঘন্ট ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘণ্টা 30 মিনি
2 জন
  1. 300 গ্রামপুই শাক
  2. 100 গ্রামকুমড়ো
  3. 100 গ্রামবেগুন
  4. 1 গ্রামআলু
  5. 50 গ্রামবড়ি
  6. 1 চা চামচ হলুদ গুঁড়ো
  7. 1 চা চামচশুকনো লঙ্কা গুঁড়ো
  8. 1 চা চামচজিরে গুঁড়ো
  9. 1 চা চামচধনে গুঁড়ো
  10. 25 গ্রামঅদা বাটা
  11. স্বাদ অনুযায়ীনুন ও চিনি
  12. 2টো তেজপাতা
  13. 1 চা চামচগোটা জিরে
  14. 2 চা চামচঘি
  15. 2টো কাঁচা লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

1 ঘণ্টা 30 মিনি
  1. 1

    প্রথমে শাক গুলো কে কুচি করে কেটে ভালো করে দিয়ে রাখবো. তার পর সব সবজি গুলো কে ডুমো করে কেটে ভালো করে ধূয়ে নেবো

  2. 2

    বিউলির ডালের কিছু বড়ি আগে তেলের মধ্যে লাল করে ভেজে নেবো

  3. 3

    এবার একটি পাত্রে অল্প জল আর নুন দিয়ে পুই শাক গুলো কে একটু ঢাকা দিয়ে ভাপিয়ে নেবো.

  4. 4

    তার পর ওই পাত্রে অল্প একটু সরষের তেল দিয়ে গোটা জিরে আর তেজ পাতা ফোড়ন দিয়ে কেটে রাখা সবজি গুলো কে একটু করে ভেজে নেবো.

  5. 5

    তার পর একে একে তার মধ্যে বাটা অদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো নুন আর চিনি পরিমান মতো ঢেলে ভালো করে মিশিয়ে নিয়ে পুই শাক তাকেও ঢেলে দেবো.

  6. 6

    এর পর শাক টি মাঝে মধ্যে নেড়ে ছেড়ে নুন চিনির স্বাদ টা চেক করে নিতে হইবে. আর শাক টা মোটা মুটি সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে বড়ি গুলো যোগ করে আরো একটু চাপা দিয়ে দিতে হবে 5 মিনিট মতো.

  7. 7

    এর পর সব টুকু পুরু সেদ্ধ হয়ে গেলে 2 চামচ ঘি উপর দিয়ে ছড়িয়ে গরম গরম পরিবেশন করতে হবে.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shiny Avijit Jana
Shiny Avijit Jana @cook_24289884

Similar Recipes