বাঁধাকপি ঘন্ট (badhakopi ghonto recipe in Bengali)

Sumana Mukherjee
Sumana Mukherjee @Sumana_79
রূপনারায়ণপুর, পশ্চিম বর্ধমান

#ebook2
#পৌষ পার্বণ/সরস্বতী পুজো
বাঁধাকপি ঘন্ট খুব পরিচিত একটা রান্না। পূজো পার্বণের দিনে নিরামিষ পদ হিসেবে এই রান্না প্রায় বাড়িতেই হয়ে থাকে।

বাঁধাকপি ঘন্ট (badhakopi ghonto recipe in Bengali)

#ebook2
#পৌষ পার্বণ/সরস্বতী পুজো
বাঁধাকপি ঘন্ট খুব পরিচিত একটা রান্না। পূজো পার্বণের দিনে নিরামিষ পদ হিসেবে এই রান্না প্রায় বাড়িতেই হয়ে থাকে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30মিনিট
4 জন
  1. 1 টা বাঁধাকপি কুচানো
  2. 2 টোআলু ডুমো করে কাটা
  3. 2 টোটমেটো কুচি করা
  4. 1 টাতেজপাতা
  5. 1/2 চা চামচগোটা জিরে
  6. 2 চা চামচজিরে গুরো
  7. 1 চা চামচধনে গুরো
  8. 1/4 চা চামচহলুদ গুরো
  9. 1/4 চা চামচলঙ্কা গুরো
  10. 1 চা চামচগরম মশলা গুরো
  11. 2 টোকাঁচালঙ্কা
  12. স্বাদ মতোনুন ও চিনি
  13. 1.5 টেবিল চামচ ঘি
  14. পরিমাণ মতো সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

30মিনিট
  1. 1

    একটা পাত্রে পরিমাণ মতো জল ও অল্প নুন দিয়ে তাতে কুচানো বাঁধাকপি দিয়ে ভাপিয়ে নিতে হবে। ভালো করে ভাপানো হয়ে গেলে বাঁধাকপি জল ঝরিয়ে রাখতে হবে। কেটে রাখা আলু নুন,হলুদ মাখিয়ে রাখতে হবে।

  2. 2

    কড়াইতে তেল ও 1টেবিল চামচ ঘি গরম করে তেজপাতা ও গোটা জিরে ফোড়ন দিয়ে আলু গুলো ভেজে নিতে হবে।

  3. 3

    আলু ভাজা হয়ে গেলে তার মধ্যে একে একে সব মশলা, নুন ও চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে টমেটো কুচি দিয়ে নাড়তে হবে। টমেটো গলে গেলে কাঁচালঙ্কা ও সেদ্ধ করা বাঁধাকপি দিয়ে কম আঁচে ঢেকে ঢেকে ভালো করে কষাতে হবে।

  4. 4

    কপি থেকে সব জল শুকিয়ে মাখা মাখা হলে ওপর থেকে বাকি ঘি ও গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিতে হবে বাঁধাকপি ঘন্ট।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sumana Mukherjee
Sumana Mukherjee @Sumana_79
রূপনারায়ণপুর, পশ্চিম বর্ধমান
খুব সাধারণ এক গৃহবধূ ও একজন মা।
আরও পড়ুন

Similar Recipes