বাঁধাকপির ঘন্ট(Badhakopir Ghonto recipe  in Bengali)

Saheli Dey Bhowmik
Saheli Dey Bhowmik @cook_25230915

#ebook2
#পৌষপার্বন/সরস্বতী পুজো
সরস্বতীপুজো উপলক্ষে এই নিরামিষ বাঁধাকপির ঘন্ট ভোগের জন্য রান্না করা হয়।

বাঁধাকপির ঘন্ট(Badhakopir Ghonto recipe  in Bengali)

#ebook2
#পৌষপার্বন/সরস্বতী পুজো
সরস্বতীপুজো উপলক্ষে এই নিরামিষ বাঁধাকপির ঘন্ট ভোগের জন্য রান্না করা হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৪ জনের জন্য
  1. ৫০০ গ্রাম বাঁধাকপি
  2. ১ চা চামচ আদাবাটা
  3. ১ চা চামচ জিরে গুঁড়ো
  4. ১ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  5. পরিমাণ মতোগোটা গরমমসলা(৩ টে এলাচ, ২ টো লং, ১ টা ছোটো দারচিনি)
  6. ১ চা চামচ গুঁড়ো গরমমসলা
  7. ১ টেবিল চামচ ঘি
  8. পরিমাণ মতো সর্ষেরতেল
  9. স্বাদমতোলবণ
  10. ২ টো কাঁচালঙ্কা
  11. ১ টা গোটা শুকনোলঙ্কা
  12. ১ চা চামচ ধনেগুঁড়ো
  13. ১ টা তেজপাতা
  14. ১ টা ছোটো টমেটো
  15. ১ টা আলু
  16. ১ চা চামচ হলুদগুঁড়ো
  17. ১ টেবিল চামচ চিনি

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে কড়াইতে তেল দিয়ে গোটা গরমমসলা, শুকনোলঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে ৩/৪ সেকেন্ড নাড়াচাড়া করে ডুমোডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে তাতে সামান্য লবণ দিয়ে হালকা ভেজে নিতে হবে।

  2. 2

    এবারে আলুগুলোর মধ্যে প্রথমে আদাবাটা, টমেটোকুচি আর কাঁচালঙ্কা চিরে দিয়ে কড়াইতে দিতে হবে। তারপরে একে একে ধনেগুঁড়ো, জিরেগুঁড়ো, কাশ্মীরিলঙ্কাগুঁড়ো আর হলুদগুঁড়ো দিয়ে ভালো করে ৩/৪ মিনিট কষিয়ে বাঁধাকপি আগে থেকে একটু ভাপিয়ে নিয়ে কড়াইতে দিয়ে হবে। এইসময় আরো একটু লবণ দিয়ে দিতে হবে।মসলার আর আলুর সাথে লো ফ্লেমে বাঁধাকপিটা কষিয়ে একটু ঢেকে ঢেকে ৫ মিনিট রান্না করে নিতে হবে।এই সময়ে দিয়ে দিতে হবে ১ টেবিল চামচ চিনি।

  3. 3

    এবারে খুব সামান্য জল দিয়ে আরো ৭/৮ মিনিট কষিয়ে যখন মাখা মাখা হয়ে আসবে তখন গুঁড়ো গরমমসলা আর ঘি দিয়ে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Saheli Dey Bhowmik
Saheli Dey Bhowmik @cook_25230915

Similar Recipes