সাদা ভাত (Sada vat recipe in Bengali)

Sampa Nath
Sampa Nath @SR93

ভাত বাঙালির প্রধান খাদ্য।যতোই বাঙালি অন্যান্য রাজ্যের বা দেশের খাবার পছন্দ করুক না কেন ভাত বাদ দিয়ে অন্য কিছু ভাবতেই পারে না। নামেই আছে মাছে ভাতে বাঙালি।তাই ভাত প্রতিদিন প্রতি বাড়িতেই রান্না হয়।

সাদা ভাত (Sada vat recipe in Bengali)

ভাত বাঙালির প্রধান খাদ্য।যতোই বাঙালি অন্যান্য রাজ্যের বা দেশের খাবার পছন্দ করুক না কেন ভাত বাদ দিয়ে অন্য কিছু ভাবতেই পারে না। নামেই আছে মাছে ভাতে বাঙালি।তাই ভাত প্রতিদিন প্রতি বাড়িতেই রান্না হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৪০০গ্রাম চাল
  2. পরিমান মত জল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে চাল একটা বড় ছাঁকনি তে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে।

  2. 2

    যে পাত্রে ভাত রান্না হবে তাতে পরিমান মত জল দিয়ে গরম বসাতে হবে।জল ফুটে উঠলে ওর মধ্যে চাল দিয়ে দিতে হবে।

  3. 3

    মাঝারি আঁচে রান্না করতে হবে।চাল সুসিদ্ধ হয়ে গেলে ফ্যান ঝরিয়ে নিতে হবে।ফ্যান সম্পুর্ন ঝরে গেলে ভাত একটু ঝাকিয়ে নিয়ে রাখতে হবে। এতে ঝরঝরে থাকবে। এবার পছন্দ মতো সাইড ডিশের সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sampa Nath

Similar Recipes