তেলে ঝালে রুই

BR
BR @bondovrfood007
Kolkata:India

#ঐতিহ্যগতো বাঙালি রান্না
বাঙালির যে কোনো শুভ কাজে মাছ অন্যতম প্রধান অংশ। মাছে ভাতে বাঙালির ঐতিহ্যগতো রান্নায় রুই মাছের পদ থাকবে না সেটা তো ভাবাই যায় না।

তেলে ঝালে রুই

#ঐতিহ্যগতো বাঙালি রান্না
বাঙালির যে কোনো শুভ কাজে মাছ অন্যতম প্রধান অংশ। মাছে ভাতে বাঙালির ঐতিহ্যগতো রান্নায় রুই মাছের পদ থাকবে না সেটা তো ভাবাই যায় না।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
2জন
  1. 650 গ্রামের গোটা রুই মাছ
  2. 50 গ্রামসরষের তেল
  3. 1/2 প্যাকেট সরষে গুঁড়ো
  4. 1 কাপজল
  5. 1 টা মাঝারি পেঁয়াজ
  6. 4 টে কাঁচা লঙ্কা
  7. 1 টেবিল চামচ ধনে পাতা কুচি
  8. 1 চা চামচ হলুদ গুঁড়ো
  9. 1 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো
  10. 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  11. 1/2 চা চামচ কালো জিরে
  12. 1/2 চা চামচ চিনি
  13. স্বাদ মতো নুন

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    সবার প্রথমে মাছের টুকরো গুলো ভালো করে ধুয়ে নুন ও হলুদ মখিয়ে নিন। এবারে একটি পাত্রে সরষে গুঁড়ো নিয়ে তাতে সামান্য নুন ও অল্প হলুদ দিয়ে প্রয়োজন অনুযায়ী জল দিয়ে ভালো করে মেখে নিন। এখন ওতে 1টেবিল চামচ সরষের তেল মিশিয়ে পরে ব্যবহারের জন্য একপাশে রেখে দিন।

  2. 2

    এইবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে বাকি সব তেল দিয়ে গরম করতে দিন। তেল গরম হলে আগেই নুন-হলুদ দিয়ে মেখে রাখা মাছের টুকরো গুলো এপিঠ ওপিঠ করে হাল্কা ভেজে তুলে রাখুন। সম্পূর্ণ রান্নাটা কম আঁচে করতে হবে।

  3. 3

    মাছ ভাজা হলে কড়াইয়ের তেলে কালো জিরে ও একটি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কুচি করা পেঁয়াজ ছেড়ে লাল করে ভেজে তাতে বাকি মশলা ও নুন দিয়ে একটু সাঁতলে নিয়ে 1 কাপ জল দিন। এখন ঢাকা দিয়ে আঁচ কমিয়ে ঝোল ফুটতে দিন। ঝোল ফুটে উঠলে তাতে ভেজে রাখা মাছের টুকরো গুলো ছেড়ে সিদ্ধ হওয়া পর্যন্ত জাল দিন।

  4. 4

    মাছ সিদ্ধ হলে ও ঝোল কমে এলে কড়াইতে মেখে রাখা সরষে, চেরা কাঁচা লঙ্কা ও ধনে পাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে গ্যাস বন্ধ করে 5মিনিট অপেক্ষার পর গরম গরম পরিবেশন করুন তেলে ঝালে রুই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
BR
BR @bondovrfood007
Kolkata:India
still learning & trying to create #RECIPES with soulfollow me on:www.instagram.com/br_lovonio
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes