চিকেন পাস্তা (chicken pasta recipe in Bengali)

Sriparna Dutta
Sriparna Dutta @cook_25594307

#রন্ধনেবাঙালী#চিকেন

চিকেন পাস্তা (chicken pasta recipe in Bengali)

#রন্ধনেবাঙালী#চিকেন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৩-৪জন
  1. ১৫০গ্রাম বোনলেস চিকেন ছোট টুকরো করে কাটা
  2. ২টো বড়ো পেয়াজ কুচি
  3. ১০-১২ কোয়া রসুন কুচি
  4. ১টা টমেটো কুচি করে কাটা
  5. লেবুর রস
  6. ১ চা চামচগোলমরিচের গুঁড়ো
  7. ১ চা চামচচিলি ফ্লেক্স(শুকনো লঙ্কা তেল ছাড়া ভেজে আধ ভাঙা করে নেওয়া)
  8. ১ কাপ পাস্তা
  9. পরিমাণ মতোতেল
  10. স্বাদ মতোলবণ
  11. ১ চা-চামচ কর্ণফ্লাওয়ার
  12. ১ চা চামচবাটার

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    চিকেনের টুকরো গুলো নুন লেবুর রস ও গোলমরিচ গুঁড়ো মাখিয়ে ২-৩ ঘন্টা ম্যারিনেট করে রেখে ওগুলোর ওপর অল্প কর্ণফ্লাওয়ার ছড়িয়ে তেলে একটু কম আঁচে ভাজতে হবে যাতে ভালো ভাবে সেদ্ধ হয়ে যায়

  2. 2

    পাস্তা সেদ্ধ করে নিয়ে জল ঝড়িয়ে ঠান্ডা জলে ধুয়ে আবার জল ঝড়িয়ে রাখতে হবে। (সেদ্ধ করার সময় জলে ১চা চামচ সাদা তেল দেওয়া হয়েছে)

  3. 3

    সম্পূর্ণ পেয়াজ, রসুন ও টমেটো কুচির অর্ধেক নিয়ে ভালোভাবে ভেজে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে মিহি পেস্ট করে নিতে হবে। এবার এটার মধ্যে ২টেবিল চামচ টমেটো সস ভালো ভাবে মিশিয়ে পাস্তা সস বানিয়ে নিতে হবে।

  4. 4

    এবার কড়াই তে তেল গরম করে বাকি অর্ধেক পেয়াজ রসুন ও টমেটো কুচি দিয়ে ভাল করে ভেজে নিতে হবে। ভাজা হলে তার মধ্যে ভেজে রাখা চিকেনটা মিশিয়ে অল্প নাড়িয়ে পাস্তা টা মিশিয়ে নিন। ১মিনিট পর পাস্তা সস ও গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেশান। এবার লবণ (যদি আর প্রয়োজন হয়), চিলি ফ্লেক্স ও ২টেবিল চামচ বাটার মিশিয়ে ঢেকে দিন। ১ মিনিট পর গ্যাস বন্ধ করে দিন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sriparna Dutta
Sriparna Dutta @cook_25594307

Similar Recipes