চালের পায়েস (Chaler payes recipe in Bengali)

Sampa Nath
Sampa Nath @SR93

#ebook2
#বাংলা নববর্ষ
পায়েস কে আমরা শুভ মনে করি। তাই যে কোনো উৎসবে পায়েস আমরা করে থাকি।আর বাড়িতে আমরা যখন ভালো কিছু রান্না করি, তখন গৃহ দেবতার জন্য তো আমরা ভাবি। তাই খুব সহজেই আমরা ঠাকুরের ভোগে ও পায়েস করে দিতে পারি।

চালের পায়েস (Chaler payes recipe in Bengali)

#ebook2
#বাংলা নববর্ষ
পায়েস কে আমরা শুভ মনে করি। তাই যে কোনো উৎসবে পায়েস আমরা করে থাকি।আর বাড়িতে আমরা যখন ভালো কিছু রান্না করি, তখন গৃহ দেবতার জন্য তো আমরা ভাবি। তাই খুব সহজেই আমরা ঠাকুরের ভোগে ও পায়েস করে দিতে পারি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১০০ গ্রাম গোবিন্দ ভোগ চাল
  2. ১লিটার দুধ
  3. ৪টেবিল চামচ গুঁড়ো দুধ
  4. ১০০গ্রাম পাটালি গুড়
  5. ১চিমটি লবণ
  6. ১০-১২টা আমন্ড
  7. ১চা চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    চাল ধুয়ে ১০মিনিট মতো ভিজিয়ে রাখতে হবে। দুধ একটা তলা পুরু পাত্রে গরম বসাতে হবে। দুধ ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে।

  2. 2

    চাল জল ঝরিয়ে সামান্য ঘি মাখিয়ে রাখতে হবে। দুধ ঘন হলে ওর মধ্যে চাল দিয়ে ফোটাতে হবে।তলা দিয়ে খুব ভালো করে নাড়তে হবে যেনো তলা না পুড়ে যায়।চাল ৮০ ভাগ সেদ্ধ হলে ওর মধ্যে পাটালি দিতে হবে।ও ১ চিমটি লবণ। পাটালি দিয়েভালো করে ফুটিয়ে নিতে হবে।

  3. 3

    এক কাপ অল্প গরম জলে গুঁড়ো দুধ গুলে রাখতে হবে। পাটালি দিয়ে ফুটিয়ে ওর মধ্যে গোলা দুধ দিয়ে ২মিনিট ফুটিয়ে গ্যাস অফ করে দিতে হবে। কিছু সময় ঢাকা দিয়ে রেখে। তারপর উপরে ঘি দিয়ে ভাজা আমন্ড দিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sampa Nath

Similar Recipes