ডালের বড়া দিয়ে মোচা ঘন্ট(Daler bora diye mocha ghonto recipe in Bengali)

Anushree Das Biswas
Anushree Das Biswas @cook_0107

#India 2020
দৈনন্দিন ব্যস্ততার কারণে এচোড়,মোচা রান্না করা লোকে ভুলতে বসেছে। এই রান্নাটি আমার শাশুড়ি মায়ের কাছে শেখা।আমার বাড়ির সবার খুব পছন্দের পদ ।

ডালের বড়া দিয়ে মোচা ঘন্ট(Daler bora diye mocha ghonto recipe in Bengali)

#India 2020
দৈনন্দিন ব্যস্ততার কারণে এচোড়,মোচা রান্না করা লোকে ভুলতে বসেছে। এই রান্নাটি আমার শাশুড়ি মায়ের কাছে শেখা।আমার বাড়ির সবার খুব পছন্দের পদ ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১ টামোচা
  2. ২ টো মাঝারি আলু ডুমো করে কাটা
  3. ১/৪কাপ মুসুর ডাল
  4. প্রয়োজন অনুযায়ীসর্ষের তেল রান্নার জন্য
  5. স্বাদমতনুন,চিনি
  6. ২চা চামচ হলুদ গুঁড়ো
  7. ৬চা চামচ জিরে গুঁড়ো
  8. ৩ চা চামচ ধনে গুঁড়ো
  9. ২চা চামচ কাশ্মিরী লঙ্কা গুঁড়ো
  10. ১চা চামচ লাল লঙ্কা গুঁড়ো
  11. ১চা চামচ আদা বাটা
  12. 1/2টমেটো পেস্ট
  13. প্রয়োজন অনুযায়ীতেজপাতা,শুকনোলঙ্কা,গোটা জিরে ফোঁড়নের জন্য
  14. ১.৫ চা চামচ ঘি
  15. ১চা চামচ গরম মশলা গুঁড়ো
  16. ১/২ চা চামচ কালোজিরে
  17. ২ টোকাঁচা লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    মোচা ভালো করে বেছে, কেটে নুন হলুদ জলে কিছুক্ষণ ভিজিয়ে দেখতে হবে। আলু গুলো খোসা ছাড়িয়ে ডুমো করে কাটতে হবে।মুসুর ডাল ধুয়ে গরম জলে আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে।

  2. 2

    মোচাটা নুন হলুদের জল সহ সেদ্ধ করতে হবে।ডালের জল ঝড়িয়ে মিক্সিতে বেটে নিতে হবে।খুব মিহি করে বাটার দরকার নেই। আলু গুলো সামান্য নুন দিয়ে ভেজে রাখতে হবে।

  3. 3

    সেদ্ধ মোচা হাল্কা হাতে চটকে অল্প ময়দা,নুন ও হলুদ দিয়ে মেখে চ্যপটা বড়ার আকার করে তেলে ভেজে নিতে হবে।একদম ভেতরের কলিটা চার ভাগ করে ময়দা,নুন,হলুদ অল্প জলের মিশ্রণে ডুবিয়ে ভেজে রাখতে হবে।

  4. 4

    ভাল বাটার মধ্যে নুন ও কালোজিরে দিয়ে ফেটিয়ে তেলের মধ্যে ছোট,ছোট বড়া দিয়ে ভেজে তুলতে হবে।

  5. 5

    এবার তেলে ফোড়ন দিয়ে গরম মশলা ছাড়া সমস্ত গুঁড়ো মশলা ও জল দিয়ে তৈরী করা মিশ্রণ ঢেলে কষাতে হবে।এই সময় নুন,চিনি ও টম্যাটো পেস্ট দিয়ে দিতে হবে।ধার থেকে তেল ছাড়লে গরম জল দিয়ে ভেজে রাখা আলু দিতে হবে।ঢাকা দিয়ে কম আঁচে রান্না করতে হবে।আলু আধা সেদ্ধ হলে ভেজে রাখা ডালের বড়ি দিয়ে ঢেকে দিতে হবে।বড়ি,আলু সেদ্ধ হলে ভেজে রাখা মোচার কোপ্তা গুলো ছাড়তে হবে।৩মিনিট রেখে ঘি,কাঁচালঙ্কা ও গরম মশলা দিয়ে গ্যস অফ করে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে।

  6. 6

    একটু গা মাখা ঝোল থাকবে।ময়দা ও ডালের বড়া দুটোই ঝোল টানে।তাই জল দেওয়ার সময় সেটা খেয়াল রাখতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Anushree Das Biswas

Similar Recipes