মোচা ঘণ্নট(mocha ghanto recipe in Bengali)

Tutul Sar
Tutul Sar @cook_27647130

মোচা খেতে খুব ভালোবাসি।আর তাই মাঝে মধ্যে ই সেটা নিজের মতো বানিয়ে ফেলি

মোচা ঘণ্নট(mocha ghanto recipe in Bengali)

মোচা খেতে খুব ভালোবাসি।আর তাই মাঝে মধ্যে ই সেটা নিজের মতো বানিয়ে ফেলি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20মিনিট
5জন
  1. 1 টিমোচা কুচিয়ে সেদ্ধ করে নেওয়া
  2. 1 টিআলু ডুমো করে কেটে সেদ্ধ করা
  3. 2 টিশুকনো লঙ্কা
  4. 2 টিতেজপাতা
  5. 2 টিছোট এলাচ
  6. 1 টাদারচিনি
  7. 1 চা চামচগোটা জিরে
  8. 1 ইঞ্চিআদা বেটে নিতে হবে
  9. 1/2টমেটো কেটে নেওয়া
  10. পরিমাণ মতোধনেপাতা
  11. স্বাদ অনুযায়ীনুন চিনি
  12. 2 টেবিল চামচসর্ষে তেল
  13. 1 টেবিল চামচঘি
  14. 1/2 চা চামচ হলুদ গুঁড়ো
  15. পরিমাণ মতসেদ্ধ ছোলা
  16. স্বাদ মতলঙ্কা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

20মিনিট
  1. 1

    কড়াইয়ে তেল গরম করে তাতে তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারচিনি ফোড়ন দিতে হবে

  2. 2

    একটি বাটিতে আদা বাটা হলুদ গুড়ো লঙ্কা গুড়ো জল দিয়ে মিশিয়ে নিতে হবে

  3. 3

    এবার মিশ্রণ টি কড়াইতে দিয়ে নাড়াচাড়া করে তাতে একে একে টমেটো ও ধনেপাতা কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তাতে সেদ্ধ করা মোচা আলু ছোলা দিয়ে ভালো করে মিশিয়ে তাতে নুন চিনি হলুদ গুড়ো লঙ্কা গুড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে নামিয়ে ঘী দিয়ে ইচ্ছে মতো সাজিয়ে পরিবেশন করুন মোচা ঘন্ট।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tutul Sar
Tutul Sar @cook_27647130

Similar Recipes