দই পটল (doi potol recipe in Bengali)

Sangita Dhara(Mondal)
Sangita Dhara(Mondal) @cook_24719349

#দই
বাঙালির অতি প্রিয় হল মিষ্টি দই। আর টক দই স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো । এছাড়া টক দই কোনো রান্নায় দিলে রান্নার স্বাদটি আলাদা মাত্রা পায়। এই পটলের রেসিপিটা টক দই দিয়ে করার জন্য এটা খেতে খুবই ভালো হয়েছে ।

দই পটল (doi potol recipe in Bengali)

#দই
বাঙালির অতি প্রিয় হল মিষ্টি দই। আর টক দই স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো । এছাড়া টক দই কোনো রান্নায় দিলে রান্নার স্বাদটি আলাদা মাত্রা পায়। এই পটলের রেসিপিটা টক দই দিয়ে করার জন্য এটা খেতে খুবই ভালো হয়েছে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

25 মিনিট
4 জনের জন্য
  1. 8টি পটল
  2. 5-6 টি কাঁচা লঙ্কা
  3. 1 চা চামচজিরে গুঁড়ো
  4. 1 চা চামচধনে গুঁড়ো
  5. 1 চা চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  6. 1 চা চামচহলুদ গুঁড়ো
  7. 2টেবিল চামচসর্ষের তেল
  8. 1/2 চা চামচচিনি
  9. 2টেবিল চামচ ভাঙা কাজুবাদাম
  10. 2টেবিল চামচ + 1 চা চামচ টকদই
  11. 2টি ছোট এলাচ
  12. 2টি লবঙ্গ
  13. 1 টুকরোদারচিনি
  14. 1/2 চা চামচগরম মশলা গুঁড়ো
  15. প্রয়োজন অনুযায়ী জল

রান্নার নির্দেশ সমূহ

25 মিনিট
  1. 1

    পটলগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে দুপাশটা অল্প করে কেটে নিতে হবে । পটলের খোসা পুরোপুরি না ছাড়িয়ে অল্প অল্প রেখে দিতে হবে ।

  2. 2

    কড়াইতে তেল দিয়ে পটলগুলো নুন ও হলুদ মাখিয়ে মাঝারি আঁচে ভাজা ভাজা করে নিয়ে তুলে নিতে হবে ।

  3. 3

    এবার ওই তেলেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে 1/2কাপ জলে জিরে গুঁড়ো,ধনে গুঁড়ো,কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গুলে নিয়ে 2-3 মিনিট কষিয়ে নিতে হবে ।

  4. 4

    এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দিতে হবে এবং পরিমাণ মতো নুন, চিনি, হলুদগুঁড়ো দিয়ে কম আঁচে আরও 5 মিনিট কষিয়ে নিতে হবে ।

  5. 5

    ততক্ষণে মশলা করে নিতে হবে । কাজুবাদাম, কাঁচা লঙ্কা, টকদই দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে ।

  6. 6

    পটলগুলো বেশ সেদ্ধ হয়ে গেলে মশলার পেস্ট দিয়ে আবার কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে এবং সুন্দর একটা রঙ না আসে ।

  7. 7

    সবশেষে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sangita Dhara(Mondal)
Sangita Dhara(Mondal) @cook_24719349

Similar Recipes