দই পটল (Doi Potol recipe in Bengali)

Debjani Guha Biswas
Debjani Guha Biswas @cook_24527486
Indirapuram, Ghaziabad

পটলের একটি দুর্দান্ত নিরামিষ রেসিপি।

দই পটল (Doi Potol recipe in Bengali)

পটলের একটি দুর্দান্ত নিরামিষ রেসিপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৪ জন
  1. ২৫০ গ্রাম পটল(খোসা ছাড়িয়ে মাথাটা একটু চিড়ে নিতে হবে)।
  2. ৩ টেবিল চামচ টক দই (জল ঝড়িয়ে ফেটিয়ে নিতে হবে)
  3. ১/২ কাপ টমেটো বাটা
  4. ১/২ কাপ ছানা
  5. ১ চা চামচ আদা বাটা
  6. স্বাদ অনুযায়ীকাঁচা লঙ্কা বাটা
  7. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  8. ১/২ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো
  9. ১ চা চামচ ধনে গুঁড়ো
  10. ১ চা চামচ জিরে গুঁড়ো
  11. স্বাদ অনুযায়ীলবণ
  12. 1চিমটি চিনি
  13. প্রয়োজন অনুযায়ীজল
  14. ১ চা চামচকিসমিস
  15. ৩ টেবিল চামচ সর্ষের তেল
  16. ১ চা চামচ ঘি
  17. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  18. প্রয়োজন অনুযায়ীগোটা জিরে, শুকনো লঙ্কা, ছোট এলাচ ফোড়নের জন্য

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    প্রথমে কড়াইয়ে তেল দিয়ে, পটল গুলোতে অল্প লবণ ও হলুদ মাখিয়ে, হালকা করে ভেজে তুলে নিতে হবে।

  2. 2

    এবার ওই তেলে ঘি দিয়ে গোটা জিরে, শুকনো লঙ্কা ও এলাচ ফোড়ন দিয়ে একে একে আদা বাটা, টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা, লবণ ও হলুদ দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে।

  3. 3

    এরপর দিতে হবে সব গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও টক দই। ভালো করে মিশিয়ে নিতে হবে।

  4. 4

    মশলা যখন ভালো করে কষে আসবে তখন ছানা দিতে হবে। ভালো করে নেড়েচেড়ে এক চিমটে চিনি দিয়ে ভেজে রাখা পটলগুলো দিয়ে অল্প জল দিয়ে ঢেকে দিতে হবে।

  5. 5

    ১০ মিনিট পর ঢাকা খুলে কিসমিস ও গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে।

  6. 6

    গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন দই পটল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Debjani Guha Biswas
Debjani Guha Biswas @cook_24527486
Indirapuram, Ghaziabad

Similar Recipes