বিউলির ডালের কচুরি(biulir daaler kochuri recipe in Bengali)

Saheli Mudi
Saheli Mudi @saheli_17944285
udaynarayapur howrah

#foodocean
#ডাল/পেঁয়াজ

বিউলির ডালের কচুরি(biulir daaler kochuri recipe in Bengali)

#foodocean
#ডাল/পেঁয়াজ

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৪ জন
  1. ২৫০ গ্রাম বিউলির ডাল
  2. ২-৩টি কাঁচা লঙ্কা
  3. ১ইন্চি আদার টুকরো
  4. ১ চা চামচ মৌরি
  5. ১ চিমটি হিং
  6. ১ চিমটি হলুদ গুঁড়ো
  7. ২ কাপ ময়দা
  8. প্রয়োজনমত সাদা তেল
  9. ২ টেবিল চামচ সর্ষের তেল
  10. স্বাদমত নুন ও চিনি

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    এক কাপ বিউলির ডাল সারা রাত ভিজিয়ে সকালে সামান্য কাঁচা লঙ্কা,ছোট এক টুকরো আদা,অল্প মৌরি দিয়ে মিহি করে বেটে নিতে হবে।

  2. 2

    এবার ময়দা তে নুন, চিনি, সাদাতেল দিয়ে তেল ময়ান দিয়ে, পরিমানমত জল দিয়ে মেখে নিন। (২০মিনিট ঢাকা দিয়ে রাখুন)

  3. 3

    এবার কড়াইতে সর্ষের তেল গরম করে হিং ফোড়ন দিন। বিউলির ডাল বাটা দিয়ে স্বাদমত নুন চিনি ১ চিমটি হলুদ গুড়ো দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন। ডাল যখন শুকনো হয়ে যাবে। নামিয়ে ঠাণ্ডা হতে দিন।

  4. 4

    এবার ময়দা থেকে লেচি কেটে ডালের মিশ্রন পুর ভরে নিন।

  5. 5

    এবার একে একে সবগুলো বেলে সাদাতেল গরম করে ভেজে তুলে নিন।

  6. 6

    আমি আলুর তরকারির সাথে পরিবেশন করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Saheli Mudi
Saheli Mudi @saheli_17944285
udaynarayapur howrah
রান্না করতে ভাঌল লাগেনতুন কত কিছু,জোগাড়ের আয়োজনপড়ে না যেন পিছু।রান্না একটি শখের জিনিসমন দিলেই হয়,তেল, ঝাল, মশলাঠিক তাতে রয় ॥
আরও পড়ুন

Similar Recipes