পেঁয়াজের ঝুড়ি(peyajer jhuri recipe in Bengali)

Koyel Chatterjee (Ria)
Koyel Chatterjee (Ria) @cook_25664873

#snacks.
#BongCuisine...
একটি স্টাফড পেঁয়াজের রেসিপি।যা চিকেন দিয়ে স্টাফড আছে

পেঁয়াজের ঝুড়ি(peyajer jhuri recipe in Bengali)

#snacks.
#BongCuisine...
একটি স্টাফড পেঁয়াজের রেসিপি।যা চিকেন দিয়ে স্টাফড আছে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিঃ
  1. ৫ টিপেঁয়াজ
  2. ২০০ গ্ৰামচিকেন কিমা
  3. ৩ চা চামচ কর্ণফ্লাওয়ার
  4. ১ টাপেঁয়াজ কুচি।
  5. 1১ টাক্যাপ্সিকাম কুচি
  6. প্রয়োজন অনুযায়ীআদা,রসুন ও লংকা কুচি
  7. পরিমান মতো , লংকা,গোলমরিচ, জিরেগুঁড়ো
  8. ১/৪ চা চামচহলুদ গুঁড়ো
  9. ১/২ কাপবিস্কুটের গুঁড়ো
  10. স্বাদমতোলবণ
  11. প্রয়োজন অনুযায়ীসরিষার তেল ও সাদা তেল।

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিঃ
  1. 1

    প্রথমে পেঁয়াজ গুলি মুখ টা কেটে আস্তে আস্তে একটা থেকে আরেকটা ছাড়িয়ে নিতে হবে।যাতে ঝুড়ির মতো দেখতে লাগে।

  2. 2

    এরপর কড়াইয়ে সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচি আদা রসুন লংকা কুচি দিয়ে নেড়ে তাতে ক্যাপ্সিকাম কুচি দিয়ে নেড়ে নিন।

  3. 3

    তাতে চিকেন কিমা দিয়ে নেড়ে নিন এবং সব গুঁড়া মসলা দিয়ে কষিয়ে নিন।। আমার স্টাফড টি রেডি। এটা ঠাণ্ডা করে নিন।

  4. 4

    এরপর পেঁয়াজ যে টি গোল করে কাটা আছে তাতে এক চামচ করে চিকেনের স্টাফড টা দিবেন।।

  5. 5

    এরপর কর্ণফ্লাওয়ার গুলে রাখতে হবে।চামচের সাহায্যে এক চামচ করে কর্ণফ্লাওয়ার গোলা দিয়ে পেঁয়াজের উপর এবং নিচের মুখ টা ভালো করে ঢাকতে হবে।

  6. 6

    তার পর বিস্কুটের গুঁড়া দিয়ে ভালো করে ঢাকতে হবে।

  7. 7

    একটি ফ্রাই্ং প্যান ২-৩ চামচ সাদা তেল দিয়ে তাতে পেঁয়াজের ঝুড়ি দিয়ে দুপাশ ভালো করে ভেজে নিন।

  8. 8

    তৈরি হয়ে গেছে পেঁয়াজের ঝুড়ি । গরম গরম সস বা চাটনি দিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Koyel Chatterjee (Ria)
Koyel Chatterjee (Ria) @cook_25664873
https://www.youtube.com/channel/UC_HS7D9QRSlcsV1rwMdlaKw
আরও পড়ুন

Similar Recipes