ফ্রাইড মোমো উইথ গ্রেভি(Fried Momos with Gravy Recipe in Bengali)

Papiya Alam
Papiya Alam @swaad123
Dubai ,UAE

#snacks
#BongCuisine
ফ্রাইড মোমো গ্রেভির সাথে খেতে অসাধারণ।

ফ্রাইড মোমো উইথ গ্রেভি(Fried Momos with Gravy Recipe in Bengali)

#snacks
#BongCuisine
ফ্রাইড মোমো গ্রেভির সাথে খেতে অসাধারণ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মিনিট
2জন
  1. মোমো বানানোর জন্য ডো
  2. 2 কাপময়দা
  3. 1/2 চা চামচলবণ
  4. প্রয়োজন অনুযায়ীজল
  5. মোমো স্টাফিং বানানোর জন্য
  6. 200 গ্রামচিকেন কিমা (মটন কিমা বা সবজি)
  7. 1/2 কাপপিয়াজ (কুচি করে কাটা)
  8. স্বাদ অনুযায়ী লবণ
  9. প্রয়োজন অনুযায়ীধনেপাতা কুচি
  10. 1 চা চামচগোলমরিচ গুঁড়ো
  11. স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি
  12. 2টেবিল চামচ তেল
  13. 1 চা চামচআদা রসুন বাটা
  14. 3টেবিল চামচ স্প্রিং অনিয়ন এর সবুজ অংশ কুচি
  15. মোমো ভাজার জন্য
  16. প্রয়োজন অনুযায়ীতেল
  17. গ্রেভি তৈরির জন্য
  18. 2 টেবিল চামচতেল
  19. 2 টেবিল চামচপেঁয়াজ কুচি
  20. 2 টেবিল চামচক্যাপ্সিকাম কুচি
  21. 1/2 কাপফেস ক্রিম
  22. 2 টেবিল চামচমোমো সস
  23. 1 টেবিল চামচটমেটো কেচাপ
  24. স্বাদমতোলবণ
  25. প্রয়োজন মতজল

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট
  1. 1

    একটি বাটিতে ময়দা লবণ আর জল নিয়ে একটি ডো বানিয়ে নিতে হবে।ডো টি ভিজে কাপড় ঢাকা দিয়ে 20মিনিট রাখতে হবে।

  2. 2

    এবার একটি বাটিতে চিকেন কিমা,পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি,কাঁচা লঙ্কা কুচি, লবণ আর স্প্রিং অনিয়ন কুচি দিয়ে সবকিছু ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার এটাকে এক পাশে রেখে দিতে হবে।

  3. 3

    এবার মেখে রাখা ময়দার ডো থেকে কিছুটা করে নিয়ে ছোট ছোট লেচি আকারে বেলে নিতে হবে। ভিতরে মটন কিমার পুর দিয়ে মোমো বানিয়ে নিতে হবে।

  4. 4

    এবার একটি পাত্রে তেল গরম করে মোমো গুলি ডিপ ফ্রাই করে নিতে হবে।

  5. 5

    এবার একটি প্যান গরম করে তাতে 1 টেবিল চামচ তেল দিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর কচি আর ক্যাপ্সিকাম কুচি দিয়ে 2-3 মিনিট একটু ভেজে নিতে হবে। এবার ফ্রেশ ক্রিম, মোমো সস,লবণ, সস, টমেটো কেচাপ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।(প্রয়োজন হলে 2 টেবিল চামচ জল দেওয়া যেতে পারে)

  6. 6

    এবার ভেজে রাখা মোমো গুলি দিয়ে ভালো করে মিশিয়ে 2 মিনিট রাখতে হবে।

  7. 7

    গ্যাস থেকে স্প্রিং অনিয়ন আর ওপর থেকে কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Papiya Alam
Papiya Alam @swaad123
Dubai ,UAE
"I'm just someone who likes cooking and for whom sharing food is a form of expression"
আরও পড়ুন

Similar Recipes