রিং সামোসা (Ring samosa recipe in Bengali)

sandhya Dutta
sandhya Dutta @cook_25627751
Barrackpore

#নোনতা 

আলু দিয়ে তৈরি একটি মুখরোচক খাবার | বিকেলের চায়ের সাথে দারুন লাগবে |

রিং সামোসা (Ring samosa recipe in Bengali)

#নোনতা 

আলু দিয়ে তৈরি একটি মুখরোচক খাবার | বিকেলের চায়ের সাথে দারুন লাগবে |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৩ জন
  1. ২৫০ গ্রাম ময়দা
  2. ১/২ চা চামচ নুন
  3. ১ টেবিল চামচ সুজি
  4. ১/২ চা চামচ চিনি
  5. ২ টেবিল চামচ রিফাইন্ড অয়েল
  6. ১/২ চা চামচ জোয়ান
  7. ১/২ চা চামচ সাদা তিল
  8. পরিমাপ মতো জল
  9. পুর তৈরি করার জন্য
  10. ২টো বড়ো মাপের আলু সেদ্ধ
  11. ১ চা চামচ আদা বাটা
  12. ১ টেবিল চামচ জিরে,ধনে রোস্ট করা
  13. ১ টেবিল চামচ কাঁচা লঙ্কা কুঁচি
  14. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  15. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়া
  16. ‌১/২ চা চামচ নুন
  17. ১/২ চা চামচ ভাজামশলা
  18. ১/২ চা চামচ চিনি
  19. পরিমাণ মতো ভাজার জন্য রিফাইন্ড অয়েল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে ময়দার মধ্যে নুন,চিনি,সুজি,জোয়ান,রিফান্ড অয়েল মিশিয়ে ভালো করে মেখে ২০ মিনিট ঢেকে রেখে দিতে হবে |

  2. 2

    তারপর অালু সেদ্ধ করে তাতে নুন,চিনি,ভাজামশলা,হলুদ গুড়ো,কাঁচালঙ্কা কুঁচি,অাদা বাটা,জিরে-ধনে রোস্ট করা,শুকনো লঙ্কা গুড়ো মিশিয়ে কড়াইতে তেল দিয়ে একটু নেরে নিতে হবে | পুরটা একটু ঠান্ডা করে নিতে হবে |

  3. 3

    এবার ময়দাটাকে অারো একটু ঠেসে মাঝারি সাইজের লেচি কেটে নিতে হবে |

  4. 4

    এবার লেচিটিকে রুটির অাকারে বেলে নিতে হবে | তারপর রুটির একদিকে পুর দিয়ে ভাল কোরে ঢেকে দিতে হবে | অন্য দিকে ছুরি দিয়ে একটু দূরে দূরে দাগ কেটে নিতে হবে |

  5. 5

    যে দিকে পুর দেয়া অাছে সেদিক ধোরে ঘুরিয়ে ঘুরিয়ে রোল পাকিয়ে নিতে হবে | মুখের দিকটা ময়দার লেই দিয়ে ভালো করে অাটকে দিতে হবে যাতে খুলে না যায় |

  6. 6

    তারপর কড়াইতে তেল গরম করে ঠান্ডা করে তাতে সিঙ্কারা গুলো দিয়ে হালকা অাঁচে ভাজতে হবে

  7. 7

    হালকা অাঁচে ভাজলে খুব খাস্তা হবে | তারপর একটু লালচে কোরে ভেজে নিতে হবে |

  8. 8

    | ওপর দিয়ে সাদা তিল ছোরিয়ে দিলেইতৈরি হয়ে যাবে রিং সামোসা | সস্ দিয়ে গরম গরম পরিবেশন করুন |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
sandhya Dutta
sandhya Dutta @cook_25627751
Barrackpore

Similar Recipes