রিং সামোসা (ring samosa recipe in Bengali)

Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

# রিং সামোসা
# কুকপেড বাংলা

এখানে আমি আলু ,ব্রকোলি , মটরশুটি দিয়ে একটু অন্যরকম "রিং সামোসা" বা সিঙ্গাড়া তৈরী করেছি | এটি দেখতে যেমন অভিনব ,খেতেও বেশ মজাদার | শীতের সন্ধ্যা / বিকালের স্ন্যাক্স হিসাবে বেশ লোভনীয় রেসিপি |

রিং সামোসা (ring samosa recipe in Bengali)

# রিং সামোসা
# কুকপেড বাংলা

এখানে আমি আলু ,ব্রকোলি , মটরশুটি দিয়ে একটু অন্যরকম "রিং সামোসা" বা সিঙ্গাড়া তৈরী করেছি | এটি দেখতে যেমন অভিনব ,খেতেও বেশ মজাদার | শীতের সন্ধ্যা / বিকালের স্ন্যাক্স হিসাবে বেশ লোভনীয় রেসিপি |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘণ্টা
৭জন
  1. রিং সামোসার ময়দা তৈরীতে লাগছে
  2. ২o০ গ্রাম ময়দা
  3. ১/২ চা চামচ নুন
  4. ১ চা চামচ সূজি
  5. ১/২ চা চামচ চিনি
  6. ২ চা চামচ সাদা তেল / ঘি
  7. ১/২ চা চামচ জোয়ান
  8. ১/২ চা চামচ কালোজিরা
  9. ১ চিমটি মৌরি
  10. পরিমাণ মতজল
  11. সামোসার পুর বানাতে লাগবে
  12. ৩টা আলু কুচি
  13. ১/২ ব্রকোলি
  14. ১টি টমেটো
  15. ১/২ কাপ মটরশুটি
  16. ৪-৫টা কাঁচা লঙ্কা কুচি
  17. ২ চা চামচ ধনেপাতা কুচি
  18. ২ চা চামচ কিসমিস কুচি
  19. ২ চা চামচ চীনাবাদাম ভাজা
  20. ১ চা চামচ আদা গ্রেট করা
  21. ১/২ চা চামচ গোটা জিরা
  22. ২-৩ টা গোটা লঙ্কা
  23. ১টা তেজপাতা
  24. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  25. ১/২ চা চামচ জিরা গুঁড়ো
  26. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  27. ১ চিমটি চিনি
  28. স্বাদ মতনুন
  29. প্রয়োজন অনুযায়ী সাদা তেল
  30. ১ চা চামচ পাঁচ ফোঁড়ন ভেজে গুঁড়ো করা
  31. ১ চা চামচ জিরা ভাজা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

১ ঘণ্টা
  1. 1

    প্রথমে ময়দায় নুন তেল চিনি সূজি,জুয়ান,কালোজিরা মৌরি ও সামান্যজল দিয়ে একটা মাঝারি ডো বানাতে হবে | তারপর ভিজে কাপড়ে ঢেকে ৩o মিনিট রাখতে হবে|

  2. 2

    আলু,টমেটো,ধনেপাতা, লংকা কুচি করে, মটরশুটি ছাড়িয়ে রাখতে হবে | প্যানে সাদা তেল প্রয়োজনমত দিয়েবাদাম,কিসমিস ভেজে নিতে হবে |ব্রকোলি ভাপিয়ে ভেজে তুলে রাখতে হবে ।

  3. 3

    প্যানে এবার আরো একটু তেল দিয়ে লংকা জিরে তেজপাতা,হিং ফোঁড়ন দিয়ে আলুকুচি ভাজতে হবে | তারপর একে একে টমেটো, আদা, জিরা ধনে, হলুদ লংকা গুড়া নুন চিনি,দিয়েমটরশুটি দিয়ে ভাজা ভাজা করতে হবে |

  4. 4

    এবার ১/২ কাপ জল দিয়ে সবজি সেদ্ধ করতে হবে ৷আলু সেদ্ধ হয়ে এলে ভাজা ব্রকোলি কিসমিস,বাদাম,ধনে পাতা কুচি দিয়ে শুকনো পুর করে নামাতে হবে | ভেজে গুঁড়া করা পাঁচফোঁড়ন, ভাজা জিরা গুড়া দিয়ে নেড়ে দিলেই, পুর তৈরী হল | এবার এটি ঠান্ডা করতে হবে |

  5. 5

    এবার মাখা ময়দা থেকে গোলা বানিয়ে লুচির মত গড়ে, এক সাইডে সামোসার পুর ভরে গড়িয়ে, অন্য সাইড কিছুটা ফাঁক দিয়ে পর পর কেটে, রিং এর মত মুড়ে গড়ে নিতে হবে ৷

  6. 6

    এবার প্যানে পর্যাপ্ত তেল গরম হলে,আঁঁচ কমিয়ে তেল অল্প ঠান্ডা হলে,সামোসা গুলি ভাজতে হবে ৷ হাল্কা বাদামী রং ধরলে তুলে নিতে হবে | তৈরী হয়ে গেল বেশ মচমচে মজাদার রিং সামোসা। সন্ধ্যায় চা পানের আসর এরকম রিং সামোসায় বেশ জমে যাবে,তা হলপ করেই বলতে পারি | তো
    বন্ধুরা দেরী কেন,আজই হয়ে যাক এই রেসিপিটি ৷

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

মন্তব্যগুলি

Similar Recipes