তাওয়া পোলাও(Tawa polao recipe in Bengali)

Bisakha Dey
Bisakha Dey @cook_23544149

#চাল
#ebook2
মুম্বাই এর এই স্ট্রিট ফুড। ওয়ান পট মিল।এর সাথে শুধু স্যালাড হলেই হয়।

তাওয়া পোলাও(Tawa polao recipe in Bengali)

#চাল
#ebook2
মুম্বাই এর এই স্ট্রিট ফুড। ওয়ান পট মিল।এর সাথে শুধু স্যালাড হলেই হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
2 জন
  1. 1 কাপচাল
  2. 2 টোআলু
  3. 2 টোটমেটো
  4. 2 টোপেঁয়াজ
  5. 4 টেকাঁচা লঙ্কা
  6. 1টেবিল চামচ আদা রসুন বাটা
  7. 1 চা চামচহলুদ
  8. 1.5 চা চামচলঙ্কা গুঁড়ো
  9. 1/2 চা চামচধনে গুঁড়ো
  10. 1/2 চা চামচজিরে গুঁড়ো
  11. 2টেবিল চামচ কিচেন কিং মসলা
  12. স্বাদ অনুযায়ীনুন
  13. স্বাদ অনুযায়ীচিনি
  14. 1 চা চামচজিরে
  15. পরিমাণ মতজল
  16. 2টেবিল চামচ তেল
  17. 2টেবিল চামচ বাদাম
  18. 2টেবিল চামচ লেবুর রস

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    চাল ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে ভাত রান্না করে নিয়েছি।আলু ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিয়েছি।

  2. 2

    তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ নুন দিয়ে ভেজে নিয়েছি।

  3. 3

    এরপর আদা রসুন বাটা টমেটো কুচি দিয়ে ভেজে নিয়েছি।

  4. 4

    এরপর একে একে সব মসলা দিয়ে কষিয়ে বাদাম দিয়ে দিয়েছি

  5. 5

    এরপর সেদ্ধ করে কেটে রাখা আলু দিয়ে কষিয়েছি।

  6. 6

    কষানো হলে রান্না করা ভাত টা দিয়েছি।

  7. 7

    এবার একটু নেড়ে নিয়ে ঢেকে দিয়েছি 2 মিনিটের জন্য।

  8. 8

    নামানোর আগে লেবুর রস ছড়িয়ে নামিয়েছি।স্যালাড এর সাথে গরম গরম সার্ভ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Bisakha Dey
Bisakha Dey @cook_23544149

Similar Recipes