পালং চিকেন (Spinach chicken recipe in bengali )

Jayeeta Deb
Jayeeta Deb @cook_15830285

#KRC3
#Week3
এই সপ্তাহে আমি মুরগি পালং বা পালং চিকেন বানিয়েছি । ভীষণ সুস্বাদু একটা পদ । রুটি ,পরোটা , পোলাও সব কিছুর সাথেই জমে যায় ।

পালং চিকেন (Spinach chicken recipe in bengali )

#KRC3
#Week3
এই সপ্তাহে আমি মুরগি পালং বা পালং চিকেন বানিয়েছি । ভীষণ সুস্বাদু একটা পদ । রুটি ,পরোটা , পোলাও সব কিছুর সাথেই জমে যায় ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মিনিট
3-4 জনের জন্য
  1. 800 গ্রামমুরগির মাংস বড় টুকরো করা
  2. 3 মুঠোপালং শাক / 1/2 কাপ পালং পেস্ট
  3. 2 টাছোট টমেটো
  4. 2 টাবড় পেঁয়াজ
  5. 4 টাকাঁচা লঙ্কা
  6. 7-8 কোয়ারসুন
  7. 1 টুকরোআদা
  8. 1/3 কাপধনেপাতা
  9. 1 টুকরোদারচিনি
  10. 1/2 চা চামচগোটা জিরে
  11. 2/3 চা চামচহলুদ গুঁড়ো
  12. 1 চা চামচকাশ্মীরি লঙ্কাগুঁড়ো
  13. 1 চা চামচধনে গুঁড়ো
  14. 1টেবিল চামচ শাহী গরম মশলার গুঁড়ো
  15. 1 চা চামচকসুরিমেথি
  16. 4টেবিল চামচ দুধের সর / ক্রীম
  17. 1/3 কাপসরিষার তেল / পরিমান মতো
  18. স্বাদ মতো নুন

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট
  1. 1

    মুরগির মাংসের টুকরো ভালো করে ধুয়ে নিয়ে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো ও 1/2 চা চামচ নুন মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছি । পালং পাতা ফুটন্ত জলে 1 মিনিট ফুটিয়ে, তুলে নিয়ে,ঠান্ডা জলে ধুয়ে, ধনেপাতা সহ পেস্ট করে নিয়েছি।

  2. 2

    কড়াইতে এক টেবিল চামচ তেল গরম করে টুকরো করা পেঁয়াজ,টমেটো, আদা, রসুন কাঁচা লঙ্কা একটু নরম করে সাঁতলে নিয়েছি । ঠান্ডা হলে পেস্ট করে নিয়েছি।

  3. 3

    এবার কড়াইতে তেল গরম করে মাংসের টুকরো গুলো 4-5 মিনিট মিডিয়াম হাই ফ্লেমে ভেঁজে তুলে নিয়েছি । ওই তেলে গোটা জিরা ও দারচিনি ফোরণ দিয়েছি।আঁচ কমিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কাগুঁড়ো, ধনে গুঁড়ো,পেঁয়াজের পেস্ট দিয়েছি। 2 -3 মিনিট সাঁতলে নিয়ে মুরগির ভেঁজে রাখা টুকরো গুলো দিয়েছি । ঢাকা চাপা দিয়ে 15-16 মিনিট রান্না করেছি।

  4. 4

    এবার পালংশাক এর পেস্ট দিয়ে, মিশিয়ে কসুরিমেথি ও স্বাদ মতো নুন দিয়েছি, 5 -7 মিনিট নেড়েচেড়ে এক কাপ গরম জল দিয়ে গরম মশলার গুঁড়ো মিশিয়ে ঢাকা দিয়ে আরো 5-7 মিনিট লো ফ্লেমে হতে দিয়েছি ।

  5. 5

    হয়ে গেলে নামানোর আগে ক্রিম মিশিয়ে দিয়েছি । তৈরি সুস্বাদু পালং চিকেন ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jayeeta Deb
Jayeeta Deb @cook_15830285

Similar Recipes