মুরগির ঝাল ঝোল    (Spicy Chicken curry  recipe in Bengali)

Jayeeta Deb
Jayeeta Deb @cook_15830285

#ssr
সপ্তমীর মেনুতে রইলো মুরগির মাংস । কাঁচালঙ্কা র ঝালে পদটি । আমি লোকাল মুরগি দিয়ে বানিয়েছি । ফার্মের / বয়লার মুরগি হলে তাড়াতাড়ি হয়ে যায় ।

মুরগির ঝাল ঝোল    (Spicy Chicken curry  recipe in Bengali)

#ssr
সপ্তমীর মেনুতে রইলো মুরগির মাংস । কাঁচালঙ্কা র ঝালে পদটি । আমি লোকাল মুরগি দিয়ে বানিয়েছি । ফার্মের / বয়লার মুরগি হলে তাড়াতাড়ি হয়ে যায় ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

50-60 মিনিট
5 জনের জন্য
  1. 1 কিলোমুরগির মাংস টুকরো করে নেওয়া
  2. একটা পেস্ট করতে....
  3. 1 টামাঝারি পেঁয়াজ টুকরো
  4. 6-7 টাকাঁচা লঙ্কা
  5. 2টেবিল চামচ আদা কুুুচি
  6. 1.5টেবিল চামচ রসুন কুঁচি
  7. 1 কাপধনেপাতা
  8. 1/2 কাপপুদিনাপাতা
  9. 18-20 টাকারিপাতা
  10. গুঁড়ো মশলা.....
  11. 2/3 চা চামচহলুদগুঁড়ো
  12. 1 চা চামচকাশ্মীরি লঙ্কাগুঁড়ো
  13. 1.5 চা চামচধনে গুঁড়ো
  14. 1 চা চামচগরম মশলা গুঁড়ো
  15. ফোরণের জন্য......
  16. 1 চা চামচগোটা জিরে
  17. 1 টুকরাদারচিনি
  18. 2 টিকাঁচালঙ্কা কুঁচি
  19. বাকি মশলা.....
  20. 2 টাপেঁয়াজ কুঁচি
  21. 2 টাছোট টমেটো কুঁচি
  22. 1/4 কাপক্রিম / দুধের সর
  23. 1/3 কাপসাদা তেল
  24. 2টেবিল চামচ ভিনিগার
  25. স্বাদ মতো নুন

রান্নার নির্দেশ সমূহ

50-60 মিনিট
  1. 1

    মুরগির মাংসতে ভিনিগার মাখিয়ে রেখেছি । কড়াই গরম করে 1 টেবিল চামচ তেল দিয়েছি । একটা পেঁয়াজ টুকরো ও কাঁচালঙ্কা 6 টা দিয়েছি, কম আঁচে মিনিট খানেক রান্না করে আদা ও রসুন কুঁচি দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি । নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি ।

  2. 2

    এবার এই সবের সাথে ধনেপাতা, পুদিনাপাতা ও কারিপাতা মিশিয়ে একটা মিহি পেস্ট করে নিয়েছি । এবার কড়াই গরম করে বাকি তেল দিয়েছি, গরম হলে দারচিনি, গোটা জিরে ও কাঁচালঙ্কা কুঁচি ফোরণ দিয়েছি, এবার পেঁয়াজ কুঁচি দিয়ে একটু রঙ হওয়া পর্যন্ত নেড়েচেড়ে টমেটো কুঁচি দিয়েছি । একটু নুন দিয়ে মিশিয়ে, হলুদ, লঙ্কা, ও ধনে গুঁড়ো দিয়েছি সামান্য জল মিশিয়ে ঢাকা দিয়েছি ।

  3. 3

    টমেটো নরম হওয়া পর্যন্ত রান্না করেছি । এবার মাংসের টুকরো দিয়ে,মিনিট 5 হাই ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রান্না করেছি। অনেক জল বেরোবে, এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে 30 মিনিট বা তেল আলাদা হওয়া পর্যন্ত রান্না করেছি ।

  4. 4

    এবার মশলা পেস্ট দিয়েছি, নেড়েচেড়ে 3 কাপ গরম জল দিয়েছি । ফুটে উঠলে ঢাকা দিয়ে লো ফ্লেমে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করেছি । 14-15 মিনিটে হয়ে গেছে।
    এবার কয়েকটা কাঁচালঙ্কা, দুধের সর, গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোকরে মিশিয়ে, ঢাকা দিয়ে গ্যাস অফ করেছি।

  5. 5

    তৈরি ঝাল ঝাল মুরগির ঝোল । ভাত, পরোটা, রুটি, লুচি সবার সাথে জমে যাবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jayeeta Deb
Jayeeta Deb @cook_15830285

Similar Recipes