রাইস আপী(Rice appe recipe in Bengali)

Mausumi Sinha
Mausumi Sinha @cook_16028915

#চাল
এই রেসিপি টা খুব স্বাস্থ্যকর।বাচ্চা রাই শুধু পছন্দ করে না বড়রা ও খুব ভালবাসে।যারা সব্জি খেতে চায় না তাদের ও সব্জি খাওয়ানো হয়ে যায়।তেল কম দিয়ে পুষ্টিকর খাওয়া শুধু নয় মুখরোচক ও বটে। সন্ধ্যাবেলা দারুন জমে যাবে।বন্ধুরা চেষ্টা করে দেখো তোমাদের ও ভালো লাগবে।
সবাই সাবধানে থাকবেন।

রাইস আপী(Rice appe recipe in Bengali)

#চাল
এই রেসিপি টা খুব স্বাস্থ্যকর।বাচ্চা রাই শুধু পছন্দ করে না বড়রা ও খুব ভালবাসে।যারা সব্জি খেতে চায় না তাদের ও সব্জি খাওয়ানো হয়ে যায়।তেল কম দিয়ে পুষ্টিকর খাওয়া শুধু নয় মুখরোচক ও বটে। সন্ধ্যাবেলা দারুন জমে যাবে।বন্ধুরা চেষ্টা করে দেখো তোমাদের ও ভালো লাগবে।
সবাই সাবধানে থাকবেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

3জন
  1. 1/2 কাপচাল বাটা
  2. 1 টাআলুসিদ্ধ
  3. 1 টাগাজর গ্রেট করা
  4. 1/2ক্যাপ্সিকাম কুচি
  5. 1 টাপিয়াজকুচি
  6. 2 চা চামচবিন্সকুচি
  7. 1 চা চামচগ্রেট করা আদা
  8. 2 কোয়ারসুন কুচি
  9. 1আঁটি ধনেপাতা কুচি
  10. স্বাদ মতো লবণ
  11. 1টেবিল চামচ সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    3-4ঘন্টা চাল ভিজিয়ে রেখে বেটে নিতে হবে।আলুসিদ্ধ টা মেখে নিতে হবে।পিয়াজ কুচি করে কেটে নিতে হবে।

  2. 2

    সব সব্জিগুলো গ্রেট করে নিতে হবে তারপর সব চাল- বাটার সাথে মিশিয়ে জল দিয়ে ব্যাটার বানিয়ে নিতে হবে।লবণ,আদা,রসুন ও দিয়ে দিতে হবে।

  3. 3

    এবার আপী র মধ্যে তেল মাখিয়ে নিয়ে গরম করে ব্যাটার ঢেলে দিতে হবে।

  4. 4

    2মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে।তারপর ঢাকা খুলে ও গুলো উল্টে দিয়ে আবার 2মিনিটের জন্য ঢাকা দিতে হবে।

  5. 5

    এবার ঢাকা খুলে দেখে নিন রেডি আপী ।গরম গরম চাটনি সহযোগে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mausumi Sinha
Mausumi Sinha @cook_16028915

Similar Recipes