মাছের মাথা দিয়ে মুগ ডাল(Macher matha die moog dal recipe in bengali)

Subhoshree Das
Subhoshree Das @subhoshree199493
Dankuni

#পূজা2020
বাঙালির পুজো বাড়ি হোক কি বিয়ে বাড়ি এই ডাল সব জায়গাতেই হিট।

মাছের মাথা দিয়ে মুগ ডাল(Macher matha die moog dal recipe in bengali)

#পূজা2020
বাঙালির পুজো বাড়ি হোক কি বিয়ে বাড়ি এই ডাল সব জায়গাতেই হিট।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
  1. ১০০ গ্রাম মুগ ডাল
  2. ২০০ গ্রাম রুই মাছের মাথা
  3. ১টি ছোট্ট পেঁয়াজ কুচি
  4. ১টি ছোটো টমেটো কুচি
  5. ১ টেবিল চামচ আদা বাটা
  6. ১ চা চামচ জিরে গুঁড়ো
  7. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  8. ১/৪ চা চামচ কাশ্মিরি লঙ্কা গুঁড়ো
  9. ২ টি কাঁচা লংকা
  10. ১/২ চা চামচ গোটা জিরে
  11. ২ টি তেজপাতা
  12. ২ টি ছোট এলাচ
  13. ৩ টি লবঙ্গ
  14. ১/২ইঞ্চি দারচিনি
  15. ১ টি শুকনো লঙ্কা
  16. ১/২ চা চামচ চিনি
  17. ১/৪ চা চামচ ঘি
  18. ১ চিমটিগরম মশলা গুঁড়ো
  19. ৩ টেবিল চামচ সর্ষের তেল
  20. স্বাদমতোনুন

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    প্রথমে একটি বাটিতে মাছের মাথা নিয়ে তার সাথে অল্প নুন আর ১/২ চা চামচ হলুদ গুঁড়ো মাখিয়ে ১০ মিনিট মতো রেখে দিতে হবে।

  2. 2

    কড়াইতে ডাল দিয়ে অল্প আঁচে হালকা লাল করে ভেজে তুলে নিয়ে ভালো করে ধুয়ে পরিমান মতো জল দিয়ে সিদ্ধ করে নিতে হবে।

  3. 3

    এবার কড়াইতে তেল গরম করে নিন আর হলুদ মাখানো মাছের মাথা দিয়ে লাল করে ২ পিঠ ভেজে তুলে নিতে হবে।

  4. 4

    ওই তেলের মধ্যে গোটা জিরে,গোটা গরম মশলা,তেজপাতা,শুকনো লঙ্কা দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ৪ মিনিট মতো ভেজে টমেটো কুচি,আদা বাটা,কাশ্মিরি লঙ্কা গুঁড়ো,হলুদ গুঁড়ো,জিরে গুঁড়ো,কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ৪ মিনিট মতো কষিয়ে নিতে হবে।

  5. 5

    তারপর তার মধ্যে ভেজে রাখা মাছের মাথা দিয়ে এবার ভালো করে কষিয়ে নিয়ে সিদ্ধ করে রাখা ডাল আর পরিমান মতো ঈষৎ উষ্ণ জল,নুন দিয়ে অল্প আঁচে ৫ মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দিতে হবে।

  6. 6

    তারপর ঢাকনা খুলে দিয়ে ডাল যখন একটু ঘন হয়ে আসবে তখন তার মধ্যে ঘি,চিনি আর গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই রেডি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Subhoshree Das
Subhoshree Das @subhoshree199493
Dankuni

মন্তব্যগুলি

Similar Recipes